<p>সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। তার হাসিতে ভারতকে বাগে পেয়েছিল বাংলাদেশ। তবে দিনের শেষটা হতাশায় কেটেছে বাংলাদেশের।</p> <p>চেন্নাই টেস্টের প্রথম দিন ৪ উইকেট নেওয়া হাসানের আনন্দময় দিনটা কেড়ে নেন রবিচন্দ্রন অশ্বিন (১০২*)-রবীন্দ্র জাদেজা (৮৬*)। ৭ম উইকেটে রেকর্ড ১৯৫ রানের অবিচ্ছেদ জুটি গড়ে ভারত যখন আড়াই শ রান নিয়ে সন্দিহান ছিল তখন দিন শেষে ৬ ‍উইকেটে ৩৩৯ রান এনে দিয়েছেন তারা। বাংলাদেশের বোলারদের বিপক্ষে জাদেজা-অশ্বিনের লড়াইয়ের আগে তর্কে জড়িয়েছিলেন দুই দলের দুই উইকেটরক্ষক লিটন দাস-ঋষভ পন্ত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শচীন-জহিরের রেকর্ড ভাঙলেন জাদেজা-অশ্বিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726744588-30fa0e81c319b5ae341df3ddd72585a3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শচীন-জহিরের রেকর্ড ভাঙলেন জাদেজা-অশ্বিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/09/19/1426929" target="_blank"> </a></div> </div> <p>হাসানের তোপে দলীয় ৩৪ রানে ৩ ‍উইকেট হারিয়ে যখন ভারত ধুঁকছিল তখন ব্যাটিংয়ে নামেন পন্ত। চতুর্থ উইকেটে যশস্বী জয়সোয়ালের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে শুরুর থাকা সামলেও নেন তিনি। এই জুটি গড়ার পথেই তিন কাঠির পেছনে দাঁড়ানো লিটনের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান ভারতীয় ব্যাটার।</p> <p><iframe align="middle" frameborder="0" height="850" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://Twitter.com/i/status/1836641227329933658" width="800"></iframe></p> <p>জয়সোয়ালের সঙ্গে একবার প্রান্ত বদল করতে চাইলে প্রান্তকে কিছু একটা বলেন লিটন। প্রতি উত্তরে পন্ত বলেন,‘এসব আমাকে কেন বলছ। তোমার ফিল্ডারকে বলো। সে আমাকে লক্ষ্য করে বল ছুঁড়বে কেন।’ লিটন যুক্তি দেন,‘তোমার শরীর বরাবর বল ছুড়েনি।’ তবে লিটনের যুক্তি মানতে রাজি নন পন্ত। ভারতের বাঁহাতি ব্যাটার বলেছেন,‘তাহলে আমিও তো রান নেব।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শচীন-জহিরের রেকর্ড ভাঙলেন জাদেজা-অশ্বিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726744588-30fa0e81c319b5ae341df3ddd72585a3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শচীন-জহিরের রেকর্ড ভাঙলেন জাদেজা-অশ্বিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/09/19/1426929" target="_blank"> </a></div> </div> <p>২০২২ সালে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন পন্ত। সিরিজ শেষে দেশে ফিরে ভয়ংকর গাড়ি দূর্ঘটনার শিকার হলে আর সাদা পোশাকে মাঠে না হয়নি তার। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পন্ত আজ প্রায় দুই বছর পর খেলতে নেমে ৩৯ রান করেছেন।</p>