<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে কার্যনির্বাহী কমিটির আবেদনে প্রশাসক নিয়োগে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার (স্ট্যাটাসকো) আদেশ স্থগিত করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতে বৈষম্যবিরোধী হজ এজেন্সি নামের সংগঠনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, শাহদীন মালিক, মোস্তাফিজুর রহমান খান, আব্দুল্লাহ আল মামুন। অন্যদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে গত ১৫ অক্টোবর হাবে সরকার যে প্রশাসক নিয়োগ করেছে, সেটি বহাল থাকছে। আগের কমিটি আর হাবের দায়িত্ব পালন করতে পারবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>