<p>দ্বিতীয় ওয়ানডে সামনে রেখে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলই এখন নেলসনে। সেখানে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় কিউইদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। সফরকারীদের চোখ যখন সিরিজে টিকে থাকায়, নিউজিল্যান্ড ক্রিকেটাররা তাকিয়ে দুবাইয়ে।</p> <p>আজ দুপুর ১টা ৩০ মিনিটে দুবাইয়ে শুরু হবে আইপিএলের নিলাম। এবারের নিলালের বড় আকর্ষণ নিউজিল্যান্ড অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ভারত বিশ্বকাপে তাক লাগিয়ে দেন রাচিন। ১০ ম্যাচে ৬৪.২২ গড় ১০৬.৪৪ স্ট্রাইকরেটে ৫৭৮ রান করেন এই বাঁহাতি। বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।</p> <p>দ্বিতীয় ওয়ানডের আগে নিউজিল্যান্ডের স্থানীয় সময় রাতে হতে যাওয়া নিলাম নিয়ে তাই রোমাঞ্চ কাজ করছে নিউজিল্যান্ড ক্রিকেটারদের। নিলাম দেখতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন জানিয়ে কিউই পেসার অ্যাডাম মিলনে বলেছেন, 'আইপিএল এখন পাগলাটে ব্যাপার, ক্রিকেটের জন্য দারুণ একটা বিষয়। নিউজিল্যান্ডের খেলোয়াড়রা বিশ্বের সব খেলোয়াড়দের সঙ্গে সেখানে খেলতে মুখিয়ে থাকে। রাচিন বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করব নিলামে তাকে নিয়ে কতটা আগ্রহ থাকে। সে বিশ্বকাপে সেরা রান সংগ্রাহকের একজন ছিলো। সুযোগ পেলে খুব ভালো করার কথা।'</p> <p>নিলামের অপেক্ষায় আছেন কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানও, 'অবশ্যই আজ রাতে বড় এক নিলাম আছে। বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে এই নিলামে রাচিন আলোচনায় আছে। আমি আশাবাদী সে দল পাবে। আমার মনে হয় অনেকেই এই নিলাম দেখতে মুখিয়ে থাকবে।'</p>