<p>প্রাণীরা আগুন দেখলে ভয় পায়—হোক সে বন্য প্রাণী কিংবা গৃহপালিত পশু। </p> <p>কিন্তু কেন পায়? </p> <p>এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জীব-জগতের ইতিহাস, বিবর্তন ও প্রাণীদের কোষের জিনে।</p> <p>আগুনের তাপমাত্রা অত্যন্ত বেশি। প্রাণীদের শরীরের জন্য ক্ষতিকর। ধোঁয়া শ্বাস-প্রশ্বাসের সমস্যা এবং চোখে জ্বালা সৃষ্টি করে। আগুনের তাপ আর ধোঁয়ার এই ভয়াবহতা থেকেই বন্য প্রাণীরা বুঝতে পারে এটি একটি বিপদ সংকেত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শীতের শাকসবজি কেন খাবেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731401637-ad2a6dd73580ce54214cfd2ef9940d02.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শীতের শাক-সবজি কেন খাবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445740" target="_blank"> </a></div> </div> <p>ইতিহাসে অজস্রবার দাবনলে বন-জঙ্গল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাতে মারা পড়েছে কোটি কোটি বন্যপ্রাণী। এই ব্যাপারটা এখনো চলমান, আমাজন, যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা অস্ট্রেলিয়ার বনে এখনো প্রায় প্রতিবছর দাবানলের ঘটনা ঘটে। তাতে মারা পড়ে লাখ লাখ বন্য প্রাণী, এমনকি যারা বেঁচে যায়, তারাও নিজেদের আবাসস্থলের ক্ষতি হতে দেখে, দেখে খাদ্য সংকটও। এই ব্যাপারগুলোও বন্য প্রাণীদের ভেতর আতঙ্ক সৃষ্টি করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফিরে আসছে লোমশ ম্যামথ!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731395315-e21750c9d1f3737030ba3467dabe9743.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফিরে আসছে লোমশ ম্যামথ!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/12/1445713" target="_blank"> </a></div> </div> <p>প্রাণীদের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো তারা বিপদ অনুভব করতে পারে এবং সেই অনুযায়ী সাড়া দেয়। আগুনের ভয়াবহতা থেকে প্রাণীদের সুরক্ষার প্রবৃত্তি গড়ে ওঠে। এটা তাদের আত্মরক্ষার জন্য জরুরি। আগুনের মতো উজ্জ্বল এবং দ্রুতগতির কিছু দেখলে তারা আতঙ্কিত হয়ে পড়ে। কারণ এটি তাদের কাছে একটি অজানা এবং বিপজ্জনক ব্যাপার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অক্সিজেন ছাড়াই বাঁচে যে প্রাণী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731305923-56b059cd6ca28a5624b170a727fdfdfb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অক্সিজেন ছাড়াই বাঁচে যে প্রাণী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/11/1445314" target="_blank"> </a></div> </div> <p>প্রকৃতির নিয়ম অনুযায়ী, প্রাণীদের টিকে থাকার প্রবৃত্তি থাকে। আগুনের কাছাকাছি গেলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই নিরাপদে থাকার জন্য তারা আগুন এড়িয়ে চলে। টিকে থাকার এই স্বাভাবিক প্রবৃত্তি থেকেই আগুনের প্রতি তাদের ভয় কাজ করে।</p> <p>আর আগুনের প্রতি ভীতিকর এসব তথ্য লুকিয়ে থাকে প্রাণীদের দেহকোষের জিনোমে। তাই কোনো প্রাণী যদি জীবনে প্রথমবার আগুন দেখে, তবু সে ভয়ে পালায়।</p> <p>সূত্র : বিবিসি নেচার</p>