<p>জাপানের সবচেয়ে বিখ্যাত পর্বত মাউন্ট ফুজি। প্রতিবছর অক্টোবরের শুরুতেই তুষারে ঢেকে যায় এই পর্বত। তবে এবার, অক্টেবরজুড়ে ফুজি চূড়ায় কোনো তুষার দেখা যায়নি। অথচ গত বছরও প্রথম তুষারপাত দেখা গিয়েছিল ৫ অক্টোবর। কিন্তু এ বছর অক্টোবরের শেষ দিন পর্যন্ত কোনো তুষারপাত হয়নি। উল্লেখ্য, গত ১৩০ বছরে এ ঘটনা এই প্রথম।</p> <p>জাপানের আবহাওয়া অধিদপ্তরের মতে এ বছর গ্রীষ্মে জাপানে অনেক বেশি তাপমাত্রা ছিল। সেপ্টেম্বরে গিয়েও কমেনি তাপমাত্রা। এ কারণে ঠাণ্ডা বাতাস পর্যাপ্ত তৈরি হতে পারেনি। ফলে তুষারপাত বাধাগ্রস্ত হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বোবায় ধরা আসলে কী, এর সঙ্গে কি ভূতপ্রেতের হাত আছে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730557394-7735295035eb82536b5c0cd0e2281c03.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বোবায় ধরা আসলে কী, এর সঙ্গে কি ভূতপ্রেতের হাত আছে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/02/1441940" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে কোফু আবহাওয়া অফিসের কর্মকর্তা ইউতাকা কাতসুতা বলেন, জলবায়ু পরিবর্তনই এই অবস্থার কারণ। ১৮৯৪ সাল থেকে মাউন্ট ফুজির তুষারাবৃত থাকার তথ্য রেকর্ড করা শুরু হয়। এর আগে ১৯৫৫ ও ২০১৬ সালে ২৬ অক্টোবর পর্যন্ত ফুজি তুষারবিহীন ছিল, কিন্তু এবার তা আরও দীর্ঘ হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মাছের কি কান আছে? কিভাবে এরা শব্দ শোনে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730618184-1acf4290eec622f9a45985428b447385.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মাছের কি কান আছে? কিভাবে এরা শব্দ শোনে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/03/1442214" target="_blank"> </a></div> </div> <p>ফুজির উচ্চতা প্রায় ৩৭৭৬ মিটার এবং এটি টোকিওর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এর আগ্নেয়গিরি প্রায় ৩০০ বছর আগে শেষবারের মতো সক্রিয় ছিল। ফুজি পর্বত ভ্রমণ এবং আরোহণের জন্য অনেক জনপ্রিয়। </p> <p>সূত্র : বিবিসি</p>