<p>অতিরিক্ত চার্জ বা ওভারচার্জিং ফোনের ব্যাটারির জন্য বেশ ক্ষতিকর। অবশ্য আধুনিক স্মার্টফোনগুলোতে ওভারচার্জিং ঠেকানোর জন্য কিছু ব্যবস্থা থাকে। তবু অতিরিক্ত চার্জ কিছুটা হলেও ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।</p> <p>ফোনের চার্জ ফুল হয়ে গেলে, চার্জিং থামিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে কিছু ফোনে। তবে দীর্ঘ সময় ধরে চার্জে থাকলে ফোনটি ধীরে ধীরে গরম হয়ে যায় এবং এই তাপমাত্রা ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেভাবে বাঁচাবেন ইন্টারনেটের ডেটা খরচ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730009095-f4736c07e00635059c74995c57feed43.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেভাবে বাঁচাবেন ইন্টারনেটের ডেটা খরচ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/27/1439658" target="_blank"> </a></div> </div> <p>ওভারচার্জিং ব্যাটারির লিথিয়াম-আয়ন সেলগুলোকে প্রভাবিত করে। ফলে ব্যাটারির ক্ষমতা কমতে থাকে এবং ব্যাটারির আয়ুষ্কাল দ্রুত শেষ হয়ে যায়।</p> <p>দীর্ঘ সময় ধরে চার্জে রেখে দিলে ব্যাটারি ফুলে যায় এবং ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। এটা ব্যবহারকারীর জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা? জেনে নিন সমাধান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726735704-9a179e91587d6575f49544f8c46c629c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা? জেনে নিন সমাধান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/19/1426897" target="_blank"> </a></div> </div> <p>অতিরিক্ত চার্জিংয়ের ফলে ফোন গরম হয়ে ওঠে। অতিরিক্ত তাপ ফোনের মেমোরি এবং প্রসেসরের কাজকে প্রভাবিত করে। ফলে ফোনের কার্যক্ষমতা কমে যায়, ধীরগতিতে চলে। অতিরিক্ত তাপ ব্যাটারির ও অন্যান্য যন্ত্রাংশেরও ক্ষতি হতে পারে।</p> <p>তাই ফোনে চার্জ ফুল হয়ে গেলে চার্জার খুলে রাখা উচিত। অকারণে ফোন চার্জে লাগিয়ে রাখা থেকে বিরত থাকুন। <br /> রাতভর ফোন চার্জে লাগিয়ে রাখবেন না।  অনেকে রাতের বেলায় ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। এটা ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সকালে উঠে চার্জ করা ভালো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনের ধীরগতি—জেনে নিন গতি বাড়ানোর উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/11/1726041092-f73f18e8a9075eb7ca4e68ce91ab667c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনের ধীরগতি—জেনে নিন গতি বাড়ানোর উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/11/1424350" target="_blank"> </a></div> </div> <p>ফোনে সব সময় আসল চার্জার ব্যবহার করুন। কম মানের বা অন্য চার্জার ব্যবহার করলে ফোন ও ব্যাটারির ক্ষতি হতে পারে।</p> <p>একেবারে  চার্জ শূন্য করবেন না। তেমনি শতভাগ চার্জের চেয়ে ২০-৮০ ভাগ পর্যন্ত চার্জ রাখা ভালো। এতে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে।</p> <p>ফোন চার্জ করার সময় ভারি কাজ বা অটো-আপডেট চালু থাকলে ফোন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। ফলে এ ব্যাপারটা ওভারচার্জিংয়ের সঙ্গে মিলে ক্ষতি করে। তাই অটো আপডেট বন্ধ করে দিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোন হ্যাং কেন হয়, মুক্তির উপায় কী?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/31/1725098489-fc2c751d45abe79a47f4dc587042ea79.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোন হ্যাং কেন হয়, মুক্তির উপায় কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/08/31/1420630" target="_blank"> </a></div> </div> <p>বর্তমানে অনেক স্মার্টফোনে অপটিমাইজড চার্জিং প্রযুক্তি থাকে। এটা আপনার ফোনের চার্জিং ধরন বুঝে অতিরিক্ত চার্জিং থেকে ফোনকে রক্ষা করে। এ ছাড়া কিছু অ্যাপ ব্যবহার করে চার্জিং মনিটর করা যায়।</p> <p>ওভারচার্জিং, বিশেষ করে পুরনো ফোন বা নিম্নমানের চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারির ক্ষতি করতে পারে এবং ফোনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই নিয়ম মেনে এবং সতর্ক থেকে ফোন চার্জ করতে হবে।</p>