<p>চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির না করে ভার্চুয়ালভাবে মামলার শুনানির প্রতিবাদ চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম আদালত ভবন সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।</p> <p>এসময় উত্তেজিত ছাত্র-জনতা ফজলে করিমের ফাঁসির দাবিসহ তার সাবেক স্ত্রী রিজোয়ানা ইউসুফ ও ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেপ্তারেরও দাবি করেন। </p> <p>সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ জুলাই ফজলে করিম ঘোষণা দিয়েছিল চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তার রাউজানবাসী যথেষ্ট। পরবর্তীতে ৪ আগস্টসহ বিভিন্ন সময়ে ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলায় ফজলে করিমের সন্ত্রাসীবাহিনী অংশগ্রহণ করে এবং অস্ত্রের জোগান ও দিয়েছিলেন তিনি। আজ যখন ফজলে করিমকে গ্রেপ্তার করা হয়েছে সেসবের বিচার না করে তাকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফজলে করিমের কথা ছাড়া নড়ত না ‘গাছের পাতাও’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/07/1728268900-156005c5baf40ff51a327f1c34f2975b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফজলে করিমের কথা ছাড়া নড়ত না ‘গাছের পাতাও’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/07/1432660" target="_blank"> </a></div> </div> <p>বক্তারা আরো বলেন, গ্রেপ্তার সাবেক মন্ত্রীদের যেখানে আদালতে সশরীরে শুনানি হচ্ছে, সেখানে কার ইশারায় রাতের আঁধারে ফজলে করিমকে ভার্চুয়াল শুনানির জন্য নির্দেশে দেওয়া হয়েছে। চট্টগ্রামবাসী ঐ নির্দেশদাতাদের মুখোশ উন্মোচন করতে চায়। ফজলে করিম কোন ভিআইপি হয়েছেন? আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, জানতে চাই, তাকে কেন ডিভিশন দেওয়া হচ্ছে? ফজলে করিমের নামে ২৪টি মামলা রয়েছে। যার ৯টিই হত্যা মামলা। এসবের বিচার কি আমরা পাব না? </p> <p>বিগত ১৬ বছরে ফজলে করিম বিপুল সম্পদের মালিক হয়েছেন অবৈধভাবে। রাউজানে পাহাড়ের মাটি বিভিন্ন ঠিকাদারের কাছে বিক্রি করে দুই শ কোটি টাকার ওপরে আত্মসাৎ করেছেন বলে মন্তব্য করেন বক্তারা।</p> <p>ফারাজ করিমের বিষয়ে বক্তারা বলেন, ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরী মানবতার ফেরিওয়ালা সেজে মানুষ থেকে প্রতারণা ও ধোঁকাবাজি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ফারাজ তার বাবার অস্ত্রভাণ্ডারের পাহারাদাতা। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কোটি কোটি টাকার হিসেব ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান তারা।</p> <p>এছাড়া ফজলে করিমের হত্যা, ঘুম, খুন লুটসহ সকল অপকর্মের বিচার দাবি করেছেন সমাবেশে আসা মানুষজন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফজলে করিমের ২ দিনের রিমান্ড মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/24/1727161648-eb53ee132a79547af3f9d2bf324d53e4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফজলে করিমের ২ দিনের রিমান্ড মঞ্জুর, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/24/1428425" target="_blank"> </a></div> </div> <p>সমাবেশে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী বলেন,‘আমরা সরকারকে আহ্বান জানাব আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। যে সমস্ত ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি জানাতে চাই সরকারকে, ফ্যাসিস্ট সরকারের দোসরদের সারা বাংলাদেশ থেকে বিদায় করতে হবে।’  </p> <p>এ সময় ছাত্র-জনতা ‘অনলাইনে কিসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই’ এ রকম নানা স্লোগান দেন। এছাড়া ফজলে করিমের ছবিযুক্ত ব্যানার পদদলিত করে এবং জুতা নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জনতা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগকর্মী ফিরোজ গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729782835-0216714552b64dc7b9ae2f108380aced.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগকর্মী ফিরোজ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438765" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে আনা হয়। ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাঙচুর, দখলসহ বিভিন্ন অভিযোগ ১০টি মামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়। পরে ২৪ সেপ্টেম্বর ফজলে করিমকে সকাল সাড়ে সাতটায় আদালতে হাজির করা হয়। এরপর ১৭ অক্টোবর ফজলে করিমের বিরুদ্ধে আটটি মামলায় ভার্চ্যুয়ালি শুনানি হয়।</p>