<p style="text-align:justify">বেনাপোল দেশের আন্তর্জাতিক চেকপোস্ট ও বৃহত্তম স্থলবন্দর। চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের জন্য দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এ চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করে থাকে। কিন্তু গেল তিন মাসে যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকার বিধি নিষেধ আরোপ করায় কমেছে এ যাত্রী পারাপার। যার বিরূপ প্রভাব পড়েছে ভ্রমণে। আগে যেখানে আয় হতো মাসে ১৫ কোটি টাকা, এখন সেখানে হচ্ছে মাত্র ৩ কোটি টাকা! বিজনেস ভিসা প্রাপ্তিতেও বিড়ম্বনায় পড়ছেন অনেক আমদানি-রফতানিকারকরা।</p> <p style="text-align:justify">বেনাপোল থেকে কলকাতার দুরত্ব কম হওয়ায় অধিকাংশ যাত্রী এই পথেই ভারত যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যাত্রীদের অধিকাংশই রোগী। ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট যাত্রীদের সংখ্যা নেই বললেই চলে। ভিসা বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন তারা। ভারত সরকার বিজনেস ভিসা না দেয়ায়, বৃহত্তম এই স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যেও প্রভাব পড়তে শুরু করেছে। বছরে এই বন্দরে ভ্রমণ কর থেকে ১৮২ কোটি টাকার রাজস্ব আয় হয়। ৫ আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের আগে প্রতিমাসে গড়ে ১৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। বর্তমানে রাজস্ব আদায় হচ্ছে মাসে ৩ কোটি টাকা। বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতি মাসে গড়ে ৫ হাজার যাত্রী যাতায়াত করতো। ৫ আগস্টের পরে যাত্রী নেই বললেই চলে।</p> <p style="text-align:justify">ভারত থেকে ঘুরে এসে শ্রাবণী রায় বলেন, ভিসার মেয়াদ এ মাসের ৩১ তারিখে শেষ। তবে আগামী মাসেও যাওয়া জরুরি হয়ে পড়েছে। ভারতীয় হাইকমিশন থেকে ভিসা গত তিন মাস বন্ধ থাকায় এ জটিলতা সৃষ্টি হয়েছে। আগামীতে ভিসা পাবো কিনা তারও নিশ্চয়তা নেই।</p> <p style="text-align:justify">সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদদুল হক লতা বলেন, ভিসা বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে ব্যবসায়ীরা। আমদানিকৃত পণ্যের গুনগত মান যাচাইয়ের জন্য আমদানিকৃত পণ্য দ্রুত প্রবেশের জন্য বিজনেস ভিসা জরুরি হয়ে পড়েছে। আশা করবো ভারতের হাই কমিশনার বিষয়টি আমলে নিয়ে দ্রুত সমাধান করবেন। </p> <p style="text-align:justify">বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভাইয়া জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে পূর্বে ৫ থেকে ৭ হাজার যাত্রী যাতায়াত করতো। ৫ আগস্টের পর যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। ভিসা না দেওয়ার পর যাত্রীসংখ্যা নেই বললেই চলে।</p>