<p>বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান ও সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।</p> <p>রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাগেরহাটবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে বাগেরহাট জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।</p> <p>মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার মধ্যে বাগেরহাট ছেড়ে যাওয়ার আলটিমেটাম দেন। তা না হলে বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাগেরহাটে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে আ. লীগের হামলা, আহত ৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/27/1727444410-55ec886c552f4d9f1604fea593997f46.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাগেরহাটে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে আ. লীগের হামলা, আহত ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/27/1429507" target="_blank"> </a></div> </div> <p>প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকালে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে বাগেরহাটের সিভিল সার্জন তার বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিভিল সার্জনের ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জনের অপসারণের দাবিতে বৃহস্পতিবার রাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা।</p> <p>এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ‘টিকা প্রদান অনুষ্ঠানে সিভিল সার্জনের ওই স্লোগানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ছাড়া স্থানীয়রা যেসব অভিযোগ এনেছেন তার কোনো ভিত্তি নেই। সরকারের নির্দেশনা মেনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। বাগেরহাটের উন্নয়নের জন্য জেলা প্রশাসক হিসেবে যা করা দরকার তা-ই করছি। বাগেরহাটের সবাইকে সমান বিবেচনায় নিয়ে উন্নয়নের কাজ করতে চাই।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের ওপর দুর্বৃত্তের হামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/10/1723300486-9de6a04c7866adac8145e6423c0eef2a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের ওপর দুর্বৃত্তের হামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/08/10/1413529" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ তার ওই স্লোগানের জন্য ভুল স্বীকার করে বাগেরহাটবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে গণমাধ্যমের কাছে একটি বার্তা পাঠান। রবিবার সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ অফিসে আসেননি। তিনি ছুটিতে আছেন বলে সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়।</p>