<p>নারী সাফ চ্যাম্পিয়নের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২২ সালে নেপালকে তাদের মাটিতেই হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।  শিরোপা ধরে রাখার মিশনেও দুর্দান্ত ছন্দে আছেন সাবিনা খাতুন-তহুরা খাতুনরা।</p> <p>আজ প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলের উড়িয়ে ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেছেন তহুরা। জোড়া গোল করেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। আর একটি করে করেছেন শিউলি আজিম ও ঋতুপর্ণা চাকমা। তবে ফাইনালে উঠেই নিজেদের কাজ শেষ এমনটা হতে দিতে চান না মারিয়া মান্দা-ঋতুপর্ণা। শিরোপা আবারো নিজেদের কাছেই রাখতে চান তারা। ফাইনাল নিশ্চিত হওয়ার পর এমনটিই জানিয়েছেন বাংলাদেশের মেয়েরা।</p> <p>টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলার পরও ‘গোল কপালে নেই’  বলে যে আক্ষেপ ছিল ঋতুপর্ণার তা আজ ফুরিয়েছে তার। ভুটানকে গোলবন্যায় ভাসানোর শুরুটা তিনিই করেছেন। সেই ঋতুপর্ণা চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়ে বলেছেন, ‘খুবই ভালো লাগছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমন করতে পেরেছি। কোচ যেভাবে বলেছেন সেভাবে খেলেছি। আমরা এবার চ্যাম্পিয়ন হতে চাই।’</p> <p>অন্যদিকে ভুটানকে যে বাংলাদেশ বড় ব্যবধানে হারাবে তা আগে থেকেই বিশ্বাস ছিল বলে জানিয়েছেন মান্দা। তিনি বলেছেন, ‘আমার খুব ভালো লেগেছে। কখনও ভয় লাগেনি ভুটানকে। আমরা যদিও বলেছিলাম যে ওদের সমীহ করতেছি। কিন্তু নিজেদের খেলাটা মাঠে গিয়ে খেলেছি। জানতাম ভুটানকে বড় ব্যবধানে হারাব। সেটা করতে পেরে ভালো লেগেছে।’</p> <p>আগামী ৩০ অক্টোবরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত নাকি নেপাল তা আজ রাতে জানা যাবে। তবে যেই হোক না কেন এমন দোর্দণ্ড প্রতাপেই বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন মাসুরা পারভিন। তিনি বলেছেন, ‘আপনারা সব সময় নেগেটিভ নিউজ করেন। বাংলাদেশ মানেই যেন নেগেটিভ নিউজ হয়ে গেছে। এখন সবাই পজিটিভ নিউজ করবেন। আমরা এভাবেই খেলব ফাইনালে।’</p>