<p>সাপ সম্পর্কে একটি সাধারণ প্রশ্ন হলো, সাপ কি লাফ দিতে পারে? এই প্রশ্নের উত্তর জানতে হলে সাপের শারীরিক গঠন এবং তাদের চলাচলের ধরন সম্পর্কে কিছু বিষয় বুঝতে হবে। সাপেরা মূলত দীর্ঘা, কুণ্ডলী পাকানো দেহযুক্ত প্রাণী| তাদের চলাচলের পদ্ধতি অন্য প্রাণীদের তুলনায় আলাদা। </p> <p>সাপের শরীরে হাত-পা বা পাখা নেই, তাই তারা মূলত তাদের পেশী এবং পেটের নিচের অংশ ব্যবহার করে চলাচল করে। সাপের চলাচল কয়েকটি ভিন্ন ধরনের হয়, যেমন: সাপের চলাচলের একটি পদ্ধতির নাম সের্পেন্টাইন মুভমেন্ট। এই পদ্ধতিতে সাপ তার শরীরকে S আকারে কুণ্ডলী পাকিয়ে মাটির উপর দিয়ে সরে চলে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি মানুষকে তাড়া করে কামড়ায়?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/17/1726559293-af42203ff21973f5d49662b8e7d7fa95.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি মানুষকে তাড়া করে কামড়ায়?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/17/1426218" target="_blank"> </a></div> </div> <p>দ্বিতীয় পদ্ধতিটির নাম কনসার্টিনা মুভমেন্ট। এটি ধীরগতির চলাচল পদ্ধতি। এই পদ্ধতিতে সাপ শরীরের সামনের অংশকে তুলে ধরে এবং পেছনের অংশটিকে সঙ্কুচিত করে সামনের দিকে ঠেলে দেয়।</p> <p>সাপরের চলাচলের তৃতীয় পদ্ধতিটার রেক্টিলিনিয়ার মুভমেন্ট। ভারী ও বড় সাপেরা এই পদ্ধতিতে ধীরগতিতে সরাসরি সরে চলচল করে। মূলত মাংসপেশীর সংকোচন ও প্রসারণের মাধ্যমে এই পদ্ধতি চলাচলা করে সাপ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপ কি প্রতিশোধ নেয়? বিজ্ঞান কি বলে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/21/1726904715-0a02b64ba8de9f14317ee46b3aaa448b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপ কি প্রতিশোধ নেয়? বিজ্ঞান কি বলে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/21/1427483" target="_blank"> </a></div> </div> <p>এই তিনভাবেই সাপ চলাচল করে। এরমধ্যে লাফানোর কোনো পদ্ধতি নেই। আসলে সাপেরা লাফ দিতে পারে না। তাদের দেহের গঠন লাফানোর জন্য উপযুক্ত নয়। তবে, কিছু সাপ দ্রুত গতিতে গাছের এক ডাল থেকে থেকে ডালে যেতে পারে। এ ব্যাারটা দেখে মনে হতে পারে যে তারা লাফাচ্ছে। যেমন লাউডগা সপা গাছের ডালে দ্রুত চলাচল করতে পারে এবং এক ডাল থেকে অন্য ডালে লাফানোর মতো করে ছোঁ মেরে শিকার ধরে। তবে এটি আসলে লাফ নয়, বরং তাদের শরীরকে প্রসারিত করে সামনের দিকে ধাক্কা দেওয়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাপের মাথায় কি মণি থাকে?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726655343-5bfe7e43d59ee5c30de376606f06e499.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাপের মাথায় কি মণি থাকে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/09/18/1426585" target="_blank"> </a></div> </div> <p>কিছু সাপ নিজেদের বিপন্ন মনে করলে দ্রুত আক্রমণ করে বা শিকার ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। এদের আক্রমণ সাধারণত বেশ দ্রুত হয় এবং দূর থেকে এটি লাফানোর মতো দেখায়। তবে, এটি লাফ নয় বরং আক্রমণের সময় দ্রুতগতির প্রতিক্রিয়া। বিষাক্ত সাপের ক্ষেত্রে এমন ঝাঁপিয়ে পড়া আক্রমণ দেখা যায়।<br /> সূত্র: হাউ ইটস ওয়ার্কস</p>