<p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘চীন আমাদের বন্ধু। রাস্তা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে শুরু করে সমুদ্রবন্দর পর্যন্ত, তারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে।’ তিনি আরো বলেন, বাংলাদেশ বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।</p> <p style="text-align:justify">আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন আনোয়ার ইব্রাহিম। আগামী জানুয়ারি থেকে আসিয়ানের সভাপতিত্ব করবে মালয়েশিয়া।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগামী নির্বাচনে কি অংশ নিচ্ছেন ড. ইউনূস?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733204567-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগামী নির্বাচনে কি অংশ নিচ্ছেন ড. ইউনূস?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/03/1453342" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু ধাপ রয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য একটি সর্বসম্মত প্রস্তাব নিশ্চিত করা। আসিয়ানের মধ্যে একটি সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে কাজ করছি এবং আমরা আশাবাদী সদস্য রাষ্ট্রগুলো আমাদের সেই প্রচেষ্টাকে সমর্থন করবে।’ </p> <p style="text-align:justify">সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘বাংলাদেশ আর কত দিন এই দায়িত্ব বহন করবে? এই সংকট সমাধানে আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য ও যৌথ উদ্দেশ্য প্রয়োজন।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733203288-5787678f4367c8a584f2594f0facf5a9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/03/1453338" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">রোহিঙ্গাদের জন্য মিয়ানমারে  জাতিসংঘ-শাসিত একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে বাংলাদেশ। ড. ইউনূস বলেন, ‘এটা হলে রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশের ক্যাম্পে থাকতে পারবে। মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল হলে তারা নিজ বাড়িতে ফিরে যেতে পারবে।’</p>