<p>যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ের পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দেওয়া বিবৃতিতে তিনি নিজেকে বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে দাবি করেছেন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেই দেশ ছাড়েন। পদত্যাগ করার পরও নিজেকে ‘প্রধানমন্ত্রী’ দাবি করা নিয়ে উঠেছে প্রশ্ন।</p> <p>এদিকে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে শুরু থেকেই আছেন তিনি। তবে ঠিক কোন মর্যাদায় তাকে ভারতে থাকতে দেওয়া হয়েছে, সে বিষয়ে কখনো মুখ খোলেনি ভারত সরকার।</p> <p>এবার সে বিষয়ে আবারও প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে সে বিষয়েই প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730973105-0ef085cb5a660a1f90744c90fd2cd34f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নির্ধারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, পাচ্ছে আইনি কাঠামো</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/07/1443861" target="_blank"> </a></div> </div> <p>জবাবে মুখপাত্র বলেন, ‘আমি বলব, আমি এ বিষয়ে আগেই এখানে আমার বিবৃতি দিয়েছি এবং আপনি সেই বিবৃতিকে আমাদের অবস্থান হিসেবে বিবেচনা করতে পারেন। ঠিক আছে।’</p> <p>তিনি বলেন, ‘আমরা এই স্থান থেকে বলেছি যে তিনি সাবেক প্রধানমন্ত্রী, তাই সেটাই আমাদের অবস্থান।’</p>