<p style="text-align:justify">বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বন্যা ও অতিবৃষ্টি কারণে ডিমের উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি সবজিসহ কিছু পণ্যের উৎপাদন নষ্ট হয়েছে। ফলে সাপ্লাই চেইনে কিছুটা ঘাটতি হওয়ায় এসব পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।’ এ জন্য তিনি ব্যবসায়ীদের যৌক্তিক লাভ করে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।</p> <p style="text-align:justify">সোমবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে তদারকি কার্যক্রমে অংশ নিয়ে তিনি ব্যবসায়ীদের এই আহ্বান জানান।</p> <p style="text-align:justify">উপদেষ্টা ডিম, ব্রয়লার মুরগি, সবজি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ পরিস্থিতি দেখতে কারওয়ান বাজার যান। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতের অভিযোগ ভিত্তিহীন ও অযাচিত : পররাষ্ট্র মন্ত্রণালয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728917324-0ab70b556310e8d1efb792575430665f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতের অভিযোগ ভিত্তিহীন ও অযাচিত : পররাষ্ট্র মন্ত্রণালয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/14/1435122" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘উৎপাদনকারী, পাইকারী ও খুচরা বিক্রেতার মূল্যের ব্যবধান যেন সহনীয় পর্যায়ে থাকে, তা টাস্কফোর্স কর্তৃক মনিটরিং করা হচ্ছে। কেউ অতি মুনাফা বা সুযোগ বুঝে মূল্য বৃদ্ধি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’ </p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘পণ্যের মূল্য বেঁধে দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য সাপ্লাই চেইন ঠিক রাখতে শুল্ক কমানোর পাশাপাশি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাঁদের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করছে।’ </p> <p style="text-align:justify">সম্মিলিত সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক করার মাধ্যমে ভোক্তাদের স্বস্তি ফিরে আসবে আশা করেন তিনি।</p>