<p>পারিবারিক কলহের জেরে কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় নাতনি জামাইয়ের আঘাতে গোলতাজ বেগম (৬৩) নামের এক বৃদ্ধা নানি শাশুড়ির মৃত্যু হয়েছে। এই ঘটনায় জনতা অভিযুক্ত নাতনি জামাই মোহাম্মদ আবদুল্লাহকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে।</p> <p>সোমবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া থমতলা এলাকায় এই ঘটনা ঘটে।</p> <p>খুনের শিকার বৃদ্ধা গোলতাজ বেগম ওই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।</p> <p>খুনের অভিযোগে আটক নাতনি জামাই মোহাম্মদ আবদুল্লাহর বাড়ি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব গোমাতলী বারআউলিয়া পাড়ায়। সে ওই এলাকার মৃত মোহাম্মদ জাকারিয়ার ছেলে। সে কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়ার এক হাফেজিয়া মাদরাসার শিক্ষক।</p> <p>মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য জিশান শাহরিয়ার জানান, পারিবারিক কলহের জেরে নাতনি জামাই আবদুল্লাহর সঙ্গে তার স্ত্রী ও নানি শাশুড়ি গোলতাজ বেগমের বিরোধ চলছিল। এর জেরে সোমবার বিকালে আবদুল্লাহ আচমকা লোহা জাতীয় রড (খুন্তি) দিয়ে উপর্যুপরি আঘাতে বৃদ্ধা গোলতাজ গুরুতর আহত হন।</p> <p>এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।</p> <p>এদিকে ঘটনার পরপরই জনতা অভিযুক্ত নাতনি জামাই মোহাম্মদ আবদুল্লাহকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।</p> <p>চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ জনতার সহায়তায় অভিযুক্ত নাতনি জামাই মোহাম্মদ আবদুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।</p> <p>চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।</p>