<p>দেশে সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৯২টি। এতে ৪২৬ জন নিহত এবং ৮১৩ জন আহত হয়েছে। গত আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছিল। সেই হিসাবে প্রতিদিন গড়ে নিহত হয়েছিল ১৪.১২ জন। সেপ্টেম্বরে প্রতিদিন গড়ে নিহত হয়েছে ১৪.২ জন। এই হিসাবে সেপ্টেম্বর মাসে প্রাণহানি বেড়েছে ০.০৮ শতাংশ। </p> <p>এ ছাড়া সেপ্টেম্বর মাসে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়, যা মোট নিহতের ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১.৮৩ শতাংশ। </p> <p>গতকাল সোমবার রোড সেফটি ফাউন্ডেশনের দুর্ঘটনাসংক্রান্ত মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। </p> <p>প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ১২৪টি দুর্ঘটনায় ১২৮ জন নিহত হয়েছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম, ১৫টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। একক জেলা হিসেবে চট্টগ্রামে ৩১টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। শরীয়তপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ ও জামালপুর—এই চার জেলায় কয়েকটি দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি ঘটেনি। রাজধানী ঢাকায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে।</p> <p>দুর্ঘটনা পর্যালোচনা করে সংগঠনটি জানিয়েছে, বেশির ভাগ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে। এই গতি নিয়ন্ত্রণে প্রযুক্তির মাধ্যমে নজরদারি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দরকার। বেপরোয়া যানবাহন ও পথচারীদের অসচেতনতার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। তাই সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবনমুখী সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।</p>