<p style="text-align:justify">জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি। </p> <p style="text-align:justify">আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন  মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘ডিসি নিয়োগে ৩ কোটি টাকার চেক নিয়ে বড় ধরনের গুজব ছড়ানো হয়েছে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727693036-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘ডিসি নিয়োগে তিন কোটি টাকার চেক নিয়ে বড় ধরনের গুজব ছড়ানো হয়েছে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/30/1430483" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে  ঘটনায় গঠিত তদন্ত কমিটি।’ </p> <p style="text-align:justify">জানা যায়, জেলা প্রশাসক পদে পদায়নের দাবিতে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেছেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। কয়েক ঘণ্টা হট্টগোল চলার পর বিকাল সাড়ে ৫টার দিকে তারা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে প্রবেশ করেন। সেখানেও প্রায় আধা ঘণ্টা হট্টগোল চলে। পরে সন্ধ্যা ৬টার দিকে ডিসি হিসেবে পদায়নের আশ্বাস পেয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবের কক্ষ ত্যাগ করেন।</p> <p style="text-align:justify">পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তদন্ত কার্যক্রম শেষ কমিটি ১৭ জন কর্মকর্তাকে শাস্তি দেওয়ার সুপারিশ করে। </p>