<p>২০০৯ সালে মাত্র পাঁচ মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছিলেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।</p> <p>বিগত আওয়ামী লীগ শাসনামলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে সোহেল তাজ বিভিন্ন রকমের প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছিলেন বলে জানান। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি যখন পদত্যাগপত্র জমা দেন তখন শেখ হাসিনা তাকে গান শুনিয়েছিলেন। গানটি ছিল এই রকম, ‘আমি তোমাকে ছাড়ব না , আমি কাউকে ছাড়ি না।’  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে বারবার ‘আপা’ ডাকা তানভীরকে বহিষ্কার করল আওয়ামী লীগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726659581-75f65f236a823e153c5ef76c9d45441e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে বারবার ‘আপা’ ডাকা তানভীরকে বহিষ্কার করল আওয়ামী লীগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/18/1426615" target="_blank"> </a></div> </div> <p>সোহেল তাজ বলেন, শেখ সেলিম তাকে চড় মেরেছিলেন বলে যে গুজব রয়েছে এটি সত্য নয়। কারণ তাকে চড় মেরে নিরাপদে বাড়ি চলে যাবে কেউ সে রকম তিনি নন।’  </p> <p>সোহেল তাজ বলেন, তিনি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ কথা বলার সময় ভিডিওতে দেখা যায় যে সোহেল তাজের চোখের কোণে পানি।<br />  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সোহেল তাজকে যে কারণে ধমক দেন শেখ হাসিনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/03/1725359810-b6bbb3fa5b9f22b8aea3811a59cabf6d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সোহেল তাজকে যে কারণে ধমক দেন শেখ হাসিনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/03/1421664" target="_blank"> </a></div> </div> <p><br /> তিনি জানান, প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী, দলের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার অফার করেছিলেন শেখ হাসিনা; কিন্তু তিনি রাজি হননি। বিভিন্নজন তাকে অনুরোধ করেছিলেন। কিন্তু সেসব উপেক্ষা করে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। কারণ তিনি বুঝে গিয়েছিলেন, তত দিনে শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনিয়ম কমবে না।</p>