<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। গত ১৫ বছরে গুম-খুন ও অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়েছে এর নেতৃত্ব। আওয়ামী লীগ আত্মসমালোচনা করে, বিচারের মুখোমুখি হয়ে পরিষ্কার হয়ে এলে নেতৃত্ব নেবেন বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদের একমাত্র ছেলে সোহেল তাজ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রকাশনা সংস্থা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঐতিহ্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজন করে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ : কন্যার চোখে, পুত্রের চোখে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক আলোচনা অনুষ্ঠানের। এতে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে কথা বলেন তাঁর মেয়ে শারমিন আহমদ ও ছেলে সোহেল তাজ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ এখন দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে। পঁচাত্তরের পর আওয়ামী লীগের দুর্দিনে জোহরা তাজউদ্দীন হাল ধরেছিলেন। এবারও এই পরিবার আওয়ামী লীগের হাল ধরতে যাচ্ছে কি না জানতে চান অনুষ্ঠানের উপস্থাপক কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তরে সোহেল তাজ বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ একটি যুগান্তকারী নির্বাচনী ইশতেহার দিয়েছিল। দিনবদলের সনদের সেই ইশতেহারে একাত্তরের মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে বলা হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই তিন মূলনীতির ভিত্তিতে সংস্কার ও রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করা হবে। এসব দেখে তিনি উদ্বুদ্ধ হন এবং নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোহেল তাজ বলেন, প্রতিমন্ত্রী হওয়ার ছয় মাসের ভেতর মনে হয়েছিল সরকার অঙ্গীকার রক্ষা করছে না। তখন তাঁর মনে হয় সরকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য সংস্কারকাজে হাত দিয়ে তিনি বারবার বাধাপ্রাপ্ত হয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্ষমতার প্রতি কোনো মোহ নেই জানিয়ে সোহেল তাজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের ইতিহাসে পদত্যাগ কেউ করেনি। আমি আঁচ করতে পেরেছিলাম, এই ধারাবাহিকতা চলতে থাকলে পাঁচ আগস্টের মতো একটা ঘটনা ঘটবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে বড় বোন শারমিন আহমদ বলেন, তিনিও চান সোহেল তাজ আওয়ামী লীগের দায়িত্ব নিক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষ এই স্মৃতিচারণা ও মূল্যায়ন সভার শুরুতে শারমিন আহমদ রচিত </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বইয়ের সুলভ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। বৈঠকি মেজাজের এ আলোচনায় উপস্থাপক আহমাদ মোস্তফা কামাল তাজউদ্দীন আহমদ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রসঙ্গে জানতে চান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনার এক পর্যায়ে সোহেল তাজ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের ৪০ শতাংশ মানুষ তরুণ। এবার তারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে। তারা দুর্নীতি চায় না; বৈষম্যের বিলোপ চায়, কোনো ব্যক্তিপূজা চায় না। এখন সুযোগ আছে এসব বাস্তবায়নের। এর জন্য ইতিহাসকে উন্মুক্ত করে দিতে হবে। প্রতিটি জাতির শক্তির একটি উৎস থাকে, আমাদের শক্তির উৎস মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মধ্যেই রাষ্ট্র কিভাবে এগোবে তার দিকনির্দেশনা রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে নিজের লেখা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বই থেকে তাজউদ্দীন আহমদের ১০ এপ্রিলের বেতার ভাষণ পাঠ করে শোনান শারমিন আহমদ। ভাষণটি বাংলাদেশে পাঠ্যভুক্ত হওয়া উচিত ছিল মন্তব্য করে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শেখ রাসেল একটা নিষ্পাপ শিশু ছিল। জাতীয় ক্ষেত্রে তার কোনো অবদান ছিল না। এর পরও গত দুই বছরে প্রতিটি স্কুলে একটি করে রাসেল কর্নার করা হয়েছে। এটা না করে যদি কিশোর মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি কিশোর কর্নার করা হতো তাহলে এটাকে সবাই নিজের মনে করত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>