<p>জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নতুন খতিব নিয়োগ দেওয়ার যে সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।</p> <p>সংস্থাটি বলছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নতুন খতিব, কিংবা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ দেওয়া হয়নি। একজনকে শুধু নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এর বেশি কিছু নয়। বিভিন্ন সংবাদপত্রে এ বিষয়ে ভুল খবর প্রচার হচ্ছে।</p> <p>গতকাল শুক্রবার (৩০ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টিতে এসেছে। এ সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেওয়া হয়নি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।</p> <p>প্রকৃত বিষয়টি হলো- বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি কহুল আমিন কিছুদিন যাবত মসজিদে না আসায় তার স্থলে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ও মুহাদ্দিস ড. ওয়ালীযুর রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিত্তিহীন সংবাদ প্রকাশ বা প্রচারের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মো. আবু সাইদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।       </p> <p>এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, গত ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমীন। সে কারণে সেখানে নামাজ পড়ানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। </p>