<p>রাজধানীর বাড্ডা এলাকা থেকে বস্তা পরিবর্তন করে অন্য মোড়কে সরকারি চাল বাজারজাত করা চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩১ মার্চ) রাতে বাড্ডা থানাধীন মেরুল কাঁচাবাজার সংলগ্ন ইখতিয়ারের সেমিপাকা ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১৯ হাজার কেজি সরকারি চাল জব্দ করা হয়।</p> <p>পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের লোগো সংযুক্ত বস্তা থেকে খুলে নুরজাহান ব্র্যান্ড নামক কম্পানির প্লাস্টিকের বস্তায় চাল ভরা হচ্ছিল। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। </p> <p>গ্রেপ্তারকৃতরা জানান, আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কিনে বস্তা পরিবর্তন করে অন্য লোগো লাগিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন।</p> <p>ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বাড্ডা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাদিম মাহমুদ জানতে পারেন, ঘটনাস্থলে কিছু ব্যক্তি সরকারি চালের বস্তা পরিবর্তন করে ব্যক্তিমালিকানাধীন লোগো যুক্ত বস্তা ভর্তি করে কালোবাজারির মাধ্যমে বিক্রির প্রক্রিয়া করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।’</p> <p>তিনি বলেন, ‘খাদ্য অধিদপ্তরের লোগো সংবলিত বস্তাগুলো খুলে সেখানে থাকা চাল নুরজাহান ব্র্যান্ড নামক কম্পানির প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করা হচ্ছিল। এ সময় ১৮ হাজার ৯৮০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। তার মধ্যে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগো যুক্ত ৩০ কেজি ওজনের বস্তা ছিল ৯৬টি। আর সরকারি বস্তা পরিবর্তন করে নুরজাহান ব্র্যান্ডের ৫০ কেজি ওজনের ৩০৬টি চালের বস্তা পাওয়া যায়। এ ছাড়া ঘরের মেঝেতে খোলা অবস্থায় প্রায় ৮০০ কেজি চাল ছিল। এসব ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে, তাতে হোতা আমিনুল ইসলামের ম্যানেজারসহ ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’</p>