<p>সম্প্রতি অনুষ্ঠিত রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেলে এ পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। মঙ্গলবার সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে  তিনি এ কথা বলেন।</p> <p> </p> <p>গত ৫ জুলাই রেলওয়েতে ৫১৬ পদে নিয়োগের লক্ষ্যে পিএসসির অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিসিএসসহ পিএসসির অধীনে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়টি গণমাধ্যমে উঠে আসার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।</p> <p>পিএসসির চেয়ারম্যান জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটির সুপারিশ পেলে পরীক্ষা বাতিল করা হবে।</p> <p>এদিকে, রেলওয়েতে উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মঙ্গলবার পিএসসির সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চাকরিপ্রার্থীরা।</p>