<p>গতকাল ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশ্বব্যাপী উন্মাদনা ছড়ানো সেই মানুষটার জন্মদিন, যিনি অভিনয়ের জন্য নিজেকে বিলিয়ে যাচ্ছেন তিন দশকেরও বেশি সময় ধরে। শনিবার (২ নভেম্বর) ৫৯ বছরে পা রাখলেন বলিউডের ‘বাদশাহ’। প্রতিবছরের মতো এই বছরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়ি মান্নাতের সামনে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়। কারো হাতে ছিল শাহরুখের পোস্টার, কেউ আবার কেক নিয়ে এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল শাহরুখ অনুরাগীদের দখলে।</p> <p>ভারতের মতো বাংলাদেশেও শাহরুখ খানের ভক্তকুল সুবিশাল। প্রিয় তারকার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা গেছে অসংখ্য ভক্তকে। দেশের শোবিজ অঙ্গনেও শাহরুখ ভক্তদের আধিপত্য। আর কিং খানের বিশেষ এই দিনে তাঁকে উৎসর্গ করে গান প্রকাশ করেছেন বাংলাদেশের গায়ক-সুরকার ইমরান মাহমুদুল।</p> <p>শাহরুখ অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় গান ‘ম্যায় আগার কহু’ গানটি কাভার করেছেন ইমরান, তাঁর সঙ্গে গেয়েছেন আতিয়া আনিসা। আর গানটি প্রকাশের পর ব্যাপক সাড়া পায় অনুরাগীদের কাছ থেকে।</p> <p>গানটি প্রসঙ্গে গায়িকা বলেন, ‘পরিকল্পনাটা ইমরান ভাইয়ের। আমারও প্রিয় অভিনেতা শাহরুখ। তাই ভাবলাম কাজটা করি। দুপুরে (গতকাল) গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। অনেকেই আমাদের নিয়মিত হিন্দি গান করার কথাও বলছেন।’</p>