<p>বৃহস্পতিবার ইউটিউবে মুক্তি পেয়েছে সোহাইল রহমান ও আল হাদীর নাটক ‘এক মিনিট’। হাস্যরসে ভরপুর এই নাটকে অভিনয় করেছেন ফারিন খান। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।</p> <p><strong>নাটকটির নাম ‘এক মিনিট’ কেন?</strong></p> <p>এটা বলে ফেললে তো দর্শকের আগ্রহ কমে যাবে। তার পরও বলি, এখানে আমার নাম জুঁই। এই চরিত্রটির চারপাশে ঘুরঘুর করে চার ছেলে। যারা প্রত্যেকেই আমাকে ভালোবাসে। পর্দায় দেখা যাবে প্রতি এক মিনিট পর পর ছেলেগুলো এমন সব কাণ্ড করে! সেটা নিয়েই গল্প ও নাম।</p> <p><strong>একজন-দুজন নয়, চারজন আপনাকে ভালোবাসে! পর্দায় তাদের সামলেছেন কিভাবে?</strong></p> <p>আসলে আমাকে সামলাতে হয়নি। সামলেছেন পরিচালক [হা হা হা]। শুনে অবাক হবেন, এই চারজনের কেউ কিন্তু শেষ পর্যন্ত আমাকে পায় না। গল্পে পঞ্চম ব্যক্তির আবির্ভাব ঘটে, সেই ব্যক্তিই আমাকে নিয়ে উধাও হয়ে যায়।</p> <p><strong>এর আগে ‘ফিমেল’ নাটকেও দেখা গেছে ব্যাটারি গলির ছেলেরা আপনার প্রেমে মশগুল। একই ধরনের চরিত্রে কেন বারবার হাজির হচ্ছেন?</strong></p> <p>শুরুটা করেছেন কাজল আরেফিন অমি ভাই। সেই যে ‘ফিমেল’-এ দর্শক আমাকে পছন্দ করেছে, এরপর থেকে নির্মাতারা পিছু নিয়েছেন এই ধরনের চরিত্রে কাজ করানোর জন্য। মাস কয়েক আগে ‘বাডিস’ নামে একটি নাটক করেছিলাম। সেখানেও আমার সঙ্গে ছিলেন তৌসিফ মাহবুব ভাই, শৌভিক আহমেদ ও আবু হুরায়রা তানভীর। বেশ জনপ্রিয়তাও পেয়েছিল নাটকটি।</p> <p><strong>বাস্তব জীবনেও কি একাধিক ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন?</strong></p> <p>আর বলবেন না! আমার কপালটাই এমন। সাভারে জন্ম, সেখানেই বেড়ে ওঠা। একটা সময় পুরো সাভারই লেগে গেল আমার পেছনে (হা হা হা)। ক্লাস সেভেনে পড়ার সময়কার একটা ঘটনা বলি। মায়ের সঙ্গে স্কুলে যাই। স্কুলে যাওয়ার পথে চারটা মোড় পড়ত। চার মোড়ে চারটা ছেলে দাঁড়িয়ে থাকত রোজ। হাঁ করে তাকিয়ে থাকত। আমার মা তো বিষয়টা বুঝতে পারতেন। তবে ছেলেগুলোকে কিছু বলার সুযোগ দিতেন না। একসময় মা-ই খোঁজ নিয়ে বের করলেন ছেলে চারটা একই বাড়ির। আপন চাচাতো ভাই ওরা। এরপর তো আমার পরিবারের সদস্যরা গেলেন বিচার নিয়ে। সমাধান হলো পারিবারিকভাবেই।</p> <p><strong>এখন প্রেম করেন না?</strong></p> <p>কাজ করেই কূল পাই না আবার প্রেম করব কখন! সত্যি বলছি, আমি প্রেম করি না। করলে খোলামেলা জানিয়ে দিতাম। এটা নিয়ে লুকোচুরির কী আছে? অনেকে দেখবেন প্রেম করলেও বলেন, ওমা! আমি তো প্রেম করি না। আবার দেখবেন দুদিন পরে বাগদান সেরে ফেলেছেন। আমি এ ধরনের মানুষ নই।</p> <p><strong>বলেছিলেন আগামী বছর ‘ধামাকা খবর’ দেবেন। নিশ্চয়ই সেই ধামাকার বীজ বপন করেছেন এরই মধ্যে?</strong></p> <p>হ্যাঁ। তবে এখনই বলতে চাই না। একটু ধৈর্য ধরতে হবে। সব সময় দেখবেন আমি চুপিসারে কাজ করতে পছন্দ করি। এটাই আমার বৈশিষ্ট্য। আগামী বছর আমার ভক্তরা দারুণ একটা ধামাকা পাবে, নিশ্চিত থাকেন।</p> <p><strong>রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার বদলের কারণে নাকি এখন নাটক-সিনেমার কাজ কমে গেছে। আপনার হাতে কেমন কাজ আছে?</strong></p> <p>গত দুই মাস তো কাজ করার পরিবেশ ছিল না। আন্দোলনের মধ্যে শুটিং করার ঝুঁকি কে নেবে বলেন। এখন আবার কাজের পরিবেশ তৈরি হয়েছে। তবে মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, সেটা পূরণ হতে একটু সময় লাগবে। আমার ব্যস্ততা কমেছে কি বেড়েছে, সেটা বলতে পারছি না। এই যেমন আজ [শনিবার] বাসায় আছি, গতকাল ছিলাম শুটিংয়ে। এর মধ্যে বেশ কয়েকটি টিভিসি ও নাটকের শুট করেছি। মনে হচ্ছে মোটামুটি চলছে।</p> <p><strong>এখন তো নাটক-সিরিজে আপনাকে হরহামেশা দেখা যায়। এ সময়ের প্রথম সারির দুই-তিনজন অভিনেত্রীর মধ্যে নিজেকে রাখবেন?</strong></p> <p>আমি কখনোই সিরিয়ালে বিশ্বাসী নই। প্রথম দুই-তিনজনের সারিতে নিজেকে রাখার ইচ্ছাও নেই। এটা বিচার করবে দর্শক। এই যেমন আপনি বললেন, বড় বড় প্রজেক্টে আমাকে দেখা যায় এখন। নিশ্চয়ই দর্শক চাহিদা আছে বলেই নির্মাতারা আমাকে নিচ্ছেন। মেহজাবীন আপু, তানজিন তিশা আপুরা তো এক দিনে এই জায়গায় আসেননি। কয়েক দিন আগে দেখলাম তিশা আপু ক্যারিয়ারের ১০ বছর পূর্তি উদযাপন করলেন। আমার তো সবে শুরু। আমিও ১০ বছর পার করি তারপর নিজেকে মার্কস দেব। প্রথম সারিতে গেলাম কি গেলাম না, সেটার কথা চিন্তা করব।</p>