<p>ক্ষতিপূরণের টাকা পাওয়ার পরও দুই পেট্রলপাম্পের দখল ছাড়ছেন না ব্যবসায়ী। এছাড়া এক পেট্রোল পাম্পের মালিকের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের তিনটি ট্রান্সফরমারের ক্ষতিপূরণ আদায়ের অভিযোগ উঠেছে। </p> <p>অভিযুক্ত ব্যবসায়ীরা হলেন, শরীয়তপুরের চোকদার ফিলিং স্টেশনের মালিক গোলাম হোসেন চোকদার এবং হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনের মালিক আলী হোসেন সিকদার।</p> <p>শরীয়তপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতুর এ্যাপ্রোজ সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ ও বর্ধিতকরণে ২০২০ সালে ১ হাজার ৬৮২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি (একনেক)। ২৭ কিলোমিটার দৈর্ঘ্য ও চার লেন প্রশস্ত ওই সড়ক নির্মাণের জন্য ১০৫হেক্টর জমি অধিগ্রহণের জন্য ১ হাজার ২১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আর ২৭ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ৪৬৪কোটি টাকা।</p> <p>সূত্রটি আরো জানায়, জমি অধিগ্রহণে হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশন নামের একটি পেট্রলপাম্পের ১২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। ওই জমির ক্ষতিপূরণ বাবদ ৩৪ লাখ ২৫ হাজার টাকা এবং বিভিন্ন স্থাপনা ও পেট্টোল পাম্পের বিভিন্ন যন্ত্রপাতির ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ১২ লাখ টাকা উত্তোলন করেন পাম্পের মালিক আলী হোসেন সিকদার। অথচ তিনি পাম্পের মালামাল ও জমিটি এখনো সওজকে না বুঝিয়ে দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সড়কের নড়িয়া উপজেলার ডগ্রি এলাকায় চোকদার ফিলিং অ্যান্ড এলপিজি স্টেশনের ৫৭ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির ৮৩ লাখ এবং বিভিন্ন স্থাপনা ও পেট্রল পাম্পের বিভিন্ন যন্ত্রাংশ বাবদ আরো ৫ কোটি ১৮ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন পাম্পের মালিক গোলাম হোসেন চোকদার। পেট্রল পাম্পের বিভিন্ন যন্ত্রাংশের সঙ্গে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সঞ্চালন লাইনের ৩টি ট্রান্সফরমারের ক্ষতিপূরণ আদায় করেছেন। ওই তিনটি ট্রান্সফরমারের দাম হিসেবে তিনি জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ৪ লাখ ৭ হাজার ৪৭৪ টাকা উত্তোলন করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শরীয়তপুরে অগ্নিকাণ্ড : ১৮ কৃষিপণ্যের গুদাম ভস্মীভূত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730981619-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শরীয়তপুরে অগ্নিকাণ্ড : ১৮ কৃষিপণ্যের গুদাম ভস্মীভূত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443914" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে চোকদার ফিলিং অ্যান্ড এলপিজি স্টেশনের মালিক গোলাম হোসেন চোকদার কালের কণ্ঠকে বলেন, ‘জমি অধিগ্রহণ করেছে সড়ক বিভাগ। তার পুরো ক্ষতিপূরণ এখনো পাইনি। আর ট্রান্সফরমার তিনটি আমার টাকায় কেনা, তাই এর ক্ষতিপূরণ আমি আদায় করে নিয়েছি।’</p> <p>এসব বিষয়ে জানতে হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনের মালিক আলী হোসেন সিকদারের সঙ্গে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।</p> <p>ট্রান্সফরমারের ক্ষতিপূরণের বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আলতাফ হোসেন বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির ডগ্রি এলাকার পেট্রল পাম্পের তিনটি ট্রান্সফরমার পল্লী বিদ্যুতের সম্পদ। তথ্য গোপন করে সেটার ক্ষতিপূরণ কেউ নিতে পারে না। এখন এই বিষয়ে আমি জেলা প্রশাসনকে চিঠি দিয়ে ব্যাখ্যা চাইব।’</p> <p>শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘কিছু এলাকা দিয়ে বিভিন্ন স্থাপনা সরিয়ে আমাদের ঠিকাদাররা কাজ করছেন। ওই দুটি পেট্রল পাম্প ক্ষতিপূরণ পাওয়ার পরও তারা জমির দখল ছাড়েনি। এখন তাদের নোটিশ করা হবে জমি খালি করে দেওয়ার জন্য।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732021323-fdf7f0c7932b54e6d3e3bae6d6f13d81.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/19/1448412" target="_blank"> </a></div> </div> <p>বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘আমি এ দপ্তরে নতুন যোগদান করেছি। জমি অধিগ্রহণে বিদ্যুতের ট্রান্সফরমারের ক্ষতিপূরণ কোনো ব্যক্তির পাওয়ার কথা নয়। সড়কটিতে অনেকগুলো এলএ কেসের মাধ্যমে জমি অধিগ্রহণ চলছে। এখন খোঁজ খবর নিয়ে আসলে জানা যাবে ঘটনা কি হয়েছে।’ </p>