<p>সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সুজিত দাস (৩০) নামের এক অটোরিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাতে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু এলাকা থেকে ওই অটোচালকের মরদেহ উদ্ধার করে।</p> <p>আজ রবিবার (১৭ নভেম্বর) ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের সুজিত উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঘোপড়াপুর গ্রামের সোহাগ দাসের ছেলে।</p> <p>পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ডের হয়ে এক মাস ধরে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। ঘটনার দিন বিকেলে তিনি তার গাড়ি দিয়ে উপজেলার সৈয়দপুরের উদ্দেশে যান। রাত ৯টার দিকে স্থানীয় রানীগঞ্জ সেতুর ওপর রক্তাক্ত অবস্থায় তার গলা কাটা লাশ দেখতে পান স্থানীয়রা। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লেই রাতে শত শত মানুষ লাশটি দেখতে সেতুতে ভিড় করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেশবপুরে ২ প্রতিষ্ঠানে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731817467-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেশবপুরে ২ প্রতিষ্ঠানে লুটপাট-অগ্নিসংযোগের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447555" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। সিএনজি গাড়িটিও পাওয়া যাচ্ছে না। অনেকে মনে করছেন, গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।</p> <p>জগন্নাথপুর থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই চালকের গাড়িটি ছিনতাইয়ের জন্য গলা কেটে তাকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে কোনো শত্রুতার জেরেও এ হত্যাকাণ্ড হতে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731816492-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা এখনো আছে : এয়াকুব আলী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/17/1447549" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘রানীগঞ্জ টোল প্লাজার সিসিটিভির ফুটেজের সাহায্যে ঘটনার মূল রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’</p>