<p style="text-align:justify">নওগাঁর রানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ’র রানীনগর প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রানীনগর হাসপাতালে ভর্তি করে। সাংবাদিক আহাদ উপজেলার হরিশপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।</p> <p style="text-align:justify">চিকিৎসাধীন সাংবাদিক শাহরুখ হোসেন আহাদ জানান, এলাকায় পার্টনারে তার ডিশ-ইন্টারনেটের ব্যবসা রয়েছে। মঙ্গলবার রাতে কে বা কারা ডিশ-ইন্টারনেটের তার কেটে দেয়। এরপর বুধবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে হরিশপুর মোড়ে পৌঁছলে পূর্ব থেকে অবস্থানরত নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের পার-বাঁকাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন হোসেনের (২৬) নেতৃত্বে হামলা চালানো হয়।</p> <p style="text-align:justify">হামলাকারীরা তাকে বেদম মারধর করে পালিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে আহাদকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন শাহরুখ হোসেন আহাদ। তবে এ বিষয়ে অভিযুক্ত তুহিনের বক্তব্য পাওয়া যায়নি।</p> <p style="text-align:justify">রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনা সঙ্গে যারাই জড়িত থাক, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p> <p style="text-align:justify">এদিকে সাংবাদিক আহাদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে রানীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় রানীনগর উপজেলা এবং নওগাঁ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।</p>