<p>রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর সিটি হাট এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়। </p> <p>নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সভাপতি ইসহাক মন্ডল ও দর্শনপাড়া কলেজের ইংরেজির শিক্ষক শাহারুল ইসলাম বাহার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের ভূগোল বিভাগের সিনিয়র প্রভাষক মো. আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান। </p> <p>এছাড়া কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারেফিন হাসনাত খানের সঞ্চালনায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে হুমায়ূন কবির, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মামুন তালহা জোবায়ের এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে মো. সারোয়ার জাহান আল ফাহাদ বক্তব্য রাখেন। </p> <p>অনুষ্ঠানে রেসিডেন্সিয়াল কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ম্যানেজিং কমিটি সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠনে গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।</p>