<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে ৬ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন তাসলিমা (৯) নামে আরো এক জনের জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮ টায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে তিন জনে।</p> <p>বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো: তরিকুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, তাসলিমার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল। </p> <p>তিনি বলেন, রুপগঞ্জে দগ্ধ ৬ জনের মধ্যে কারো অবস্থা শঙ্কা মুক্ত নয়। এর আগে একই দিনে ভোরে সকাল আরো দুইজন মারা গেছেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ২ সহোদরের মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730192993-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ২ সহোদরের মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440425" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ১১ টার দিকে রূপগঞ্জ ডরগাঁও গ্রামের একটি টিনশেড বাসায় জমা গ্যাস থেকে মশার কয়েল ধরাতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঐ বাসার ৬ জন দগ্ধ হয়। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। </p> <p>তারা হচ্ছেন, গৃহকর্তা মোহাম্মদ বাবুল  (৪০), গৃহকর্ত্রী মোছাম্মৎ সেলি (৩৫), ছেলে  মোহাম্মদ ইসমাইল (১১) ও মেয়ে মোছাম্মৎ তাসলিমা (৯)। আরেক ছেলে মো. সোহেল (২০)ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসাম্মৎ মুন্নি (১৮)। </p> <p>হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শোজাপুর গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে গৃহকর্তা বাবুল। ঘটনার সময় তার আর এক ছেলে গার্মেন্টসে ছিল। বাকিরা সবাই দগ্ধ হয়। </p>