<p>দেশের বেশির ভাগ স্থানেই শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এমন আবহাওয়ায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য তারতম্য দেখা যাচ্ছে। তবে আগামীকাল বুধবার দেশের তিন বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</p> <p>ক্ষণিকের এই বৃষ্টিপাত আবহাওয়া পরিবর্তনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখবে না বলে মনে করেন আবহাওয়াবিদরা।</p> <p>আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের সর্বোচ্চ ২৫ শতাংশ স্থান পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আবহাওয়া থাকবে শুষ্ক। </p> <p>আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, স্থানভেদে ক্ষণিকের এই বৃষ্টিপাতে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। আরো অন্তত এক সপ্তাহ দেশজুড়ে শুষ্ক পরিবেশ বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে। তবে এর পর থেকে রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। </p> <p>আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসেও এমন তথ্য পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, বুধবার রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার রংপুর ও খুলনার দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরের ৫ দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।</p>