<p>ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী বাসের ভাড়া কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ অন্যান্য রুটের বাস ভাড়া কমানো, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং বিআরটিসি ও বেসরকারি এসি বাসের ভাড়া কমানোর দাবিতে আলটিমেটাম দিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। মঙ্গলবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ লিফলেট বিতরণ করে এই হুঁশিয়ারি দেয় তারা।</p> <p>যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বাসদের আবু নাঈম খান বিপ্লব, শিবনাথ চক্রবর্তী, মাহমুদ হোসেন প্রমুখ।</p> <p>লিফলেট বিতরণ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাসভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সব এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে। অন্যথায় আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল লিফলেট বিতরণ, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করা হবে। দাবি না মানলে ১৭ নভেম্বর শহরে আধাবেলা হরতাল কর্মসূচি পালিত হবে।  </p> <p>চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগেই স্থানীয় প্রশাসন নারায়ণগঞ্জের মানুষের যৌক্তিক দাবি মেনে নিবে এবং স্থানীয় পরিবহন মাফিয়াদের হাত থেকে জনগণের অধিকারকে রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা করে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে। বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে এই অরাজকতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছিল। সরকার বদলালেও অরাজকতা দূর হয়নি। স্থানীয় প্রশাসন গণপরিবহন মালিকদের স্বার্থ রক্ষায় যতটা তৎপর, যাত্রী সাধারণের অধিকার রক্ষায় অতটাই উদাসীন। ৫ আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেছে। এ অবস্থায় আমাদের একটিই চাওয়া, আর কোনো গডফাদার যেন পরিবহন সেক্টরকে জিম্মি না করে।’</p>