<p style="text-align:justify">ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনা ঘটেছে। হামলায় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধিসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় মাসুদ রানা রনি নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাঙচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকেরা তাদের বাধা প্রদান করলে তারা সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হোন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।</p> <p style="text-align:justify">সন্ত্রাসী হামলা আহত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ বলেন, কিছুদিন আগে মাসুদ রানা রনি নামের ওই যুবক তাকে মেম্বার করার জন্য দাবি জানান। তখন তাকে জানানো হয়, প্রেস ক্লাবের মেম্বারশিপ পাওয়ার জন্য কিছু নিয়ম-কানুন আছে। নিয়ম অনুযায়ী, আবেদন করার পর ইসি কমিটি মিটিং করে মেম্বারশিপ প্রদান করা হয়। কিন্তু সেটি সে মানতে নারাজ। তাকে সরাসরি মেম্বার বানাতে হবে বলে দাবি জানায় সে। তাকে মেম্বারশিপ না করলে প্রেস ক্লাব দখল করে নেবে বলে হুমকি দেয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে রনির নেতৃত্বে একদল যুবক প্রেস ক্লাবে ঢুকে অতর্কিতভাবে হামলা করে। পরে প্রেস ক্লাবে পেশাগত দায়িত্ব পালনরত অন্য সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।</p> <p style="text-align:justify">নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।</p>