<p>লক্ষ্মীপুরের রামগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সগির আহমেদ রিন্টু (৫২) নামে এক চালক মারা যান। এ সময় রিন্টুকে বাঁচাতে গেলে তার স্ত্রী শাহনাজ আক্তার শানুও (৩৮) বিদ্যুতায়িত হয়ে মারা যান।</p> <p>আজ রবিবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাগের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিন্টু ও তার স্ত্রী শানু নাগের বাড়ির বাসিন্দা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ থেকে রাতেও বিমান চলবে কক্সবাজারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730007536-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ থেকে রাতেও বিমান চলবে কক্সবাজারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/27/1439652" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিন্টু অটোরিকশা চালক। ঘটনার সময় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী শানুও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।</p> <p>চন্ডিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রফিকুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে স্বামী-স্ত্রী দুইজনের মারা গেলেন। ঘটনাটি দুঃখজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730017731-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ, রোহিঙ্গা যুবক গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/27/1439691" target="_blank"> </a></div> </div> <p>রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ নিয়ে কারো কোনো অভিযোগ নেই।’</p>