<p>জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে হাত কাটা পড়েছে মো. আরমান (২৫) নামে এক যুবকের। হাত বিচ্ছিন্ন হওয়ার পর একাই লাইন থেকে প্লাটফর্মে উঠে আসেন তিনি।</p> <p>বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে হাত কাটা পড়ে। আরমান ইসলামপুর উপজেলার শিশুয়া এলাকার শফিউর রহমানের ছেলে। </p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন থেকে জামালপুর রেলওয়ে স্টেশনে নামার সময় পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে হাত কাটা পড়ে। উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পরে পুলিশ।</p> <p>হাত কাটার ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, ‘শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পুরো শরীর রক্তে ভেজা। তবুও লাইন থেকে প্লাটফর্মে একাই হেঁটে উঠে আসছেন তিনি।</p> <p>জামালপুর রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে হাত কাটা পড়ে। দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ছেলেটি এখন পর্যন্ত সুস্থ রয়েছেন।’</p>