<p>গাজীপুর মহানগরীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে মোগরখাল এলাকার টিএন্ডজেড অ্যাপারেলসের শ্রমিকরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মহাসড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে দুপুরে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেষ্টা করেন।</p> <p>শ্রমিকরা মহাসড়ক থেকে সরতে না চাইলে একপর্যায়ে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। পরে তারা শ্রমিক ও মালিক কর্তৃপক্ষের সঙ্গে কারখানার সামনে বৈঠক করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুরে সেনাবাহিনীর সহযোগিতায় বনভূমি উদ্ধার শুরু, আটক ৪" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729487505-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুরে সেনাবাহিনীর সহযোগিতায় বনভূমি উদ্ধার শুরু, আটক ৪</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/21/1437469" target="_blank"> </a></div> </div> <p>এদিকে অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।</p> <p>জানা গেছে, শ্রমিক ছাড়াও স্টাফদের অনেকের ৬ মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ প্রতিমাসেই বেতন পরিশোধ করতে গড়িমসি করে। বাধ্য হয়ে তারা আন্দোলনে নামেন। আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে তারা অবরোধ তুলে নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।  </p> <p>এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করার চেষ্টা চলছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গাজীপুরে ২ যুগে কমেছে দুই-তৃতীয়াংশ বন ও জলাশয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729613629-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গাজীপুরে ২ যুগে কমেছে দুই-তৃতীয়াংশ বন ও জলাশয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1438019" target="_blank"> </a></div> </div> <p>গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ফারুকুল আলম বলেন, শ্রমিক-মালিক বৈঠকে আগামী ৩ নভেম্বর সেপ্টেম্বর মাসের এবং ২০ নভেম্বর চলতি অক্টোবর মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।</p>