<p style="text-align:justify">গাজীপুরে ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ১১৭ জন। এদিকে গতকাল সোমবার রাতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আল আমিন (২৩) ডেঙ্গু আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।</p> <p style="text-align:justify">তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।</p> <p style="text-align:justify">জানা যায়, নগরীর ডুয়েট সংলগ্ন ভুরুলিয়া এবং টঙ্গীতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশী। মঙ্গলবার বিকেল পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯ এবং টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। ভর্তিকৃতদের মধ্যে ১২জন শিশুও রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাভারে ৩২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729601181-6523b0290e666decb26b8c2e91166382.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাভারে ৩২ ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437961" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তাজউদ্দীন আহমদ হাসপাতাল সূত্র জানায়, আল আমিন একটি মেসে থাকতেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনদিন ধরে মেসেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। রাত আড়াইটার দিকে তিনি মারা যান।</p> <p style="text-align:justify">ডুয়েট চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক আজগর আলী খান জানান, বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ ধরা পড়েছে। প্রায় প্রতিদিনই দুই থেকে তিনজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। এই প্রথম একজন শিক্ষার্থী মারা গেলেন।</p> <p style="text-align:justify">গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ বলেন, আল আমিনকে সোমবার গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত ২টার দিকে তিনি মারা যান। গাজীপুরে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার হাসপাতালে ৩৯ জন ভর্তি আছেন।</p>