<p>সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পিএসসির নতুন সচিব পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. সানোয়ার জাহান ভূঁইয়া। </p> <p>মঙ্গলবার (২২ অক্টোবর) এসংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্ষমা চাইলেন সাদিয়া আয়মান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729604573-44f44fd3da5760a729735e6e9108f08b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্ষমা চাইলেন সাদিয়া আয়মান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/22/1437974" target="_blank"> </a></div> </div> <p>সমাজকল্যাণ সচিব ইসমাইল হোসেন এর আগে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। তার বাধ্যতামুলক অবসরের প্রজ্ঞাপনে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন মামলায় আ. লীগ নেতার জামিন, প্রতিবাদে বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729602980-e5d2c746a177880a5b79965581584e4a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন মামলায় আ. লীগ নেতার জামিন, প্রতিবাদে বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437970" target="_blank"> </a></div> </div> <p>খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা ইসমাইল হোসেন প্রায় তিন বছর খাদ্যসচিব ছিলেন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে পাল্লা দিয়ে বদলি বাণিজ্যসহ চাল-গম কেনাকাটায় অনিয়ম করেছেন বলে খবর চাউর আছে। সর্বশেষ তিনি খাদ্য অধিদপ্তরের ১৩তম গ্রেডের কর্মচারীদের নবম গ্রেডেরে কর্মকর্তাদের ওপর চলতি দায়িত্ব দিলে চট্টগ্রাম ও রাজশাহীতে তার বিরুদ্ধ মামলা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মামলার এজাহারে বলা হয়, সচিব কয়েক কোটি টাকার অনৈতিক লেনদেনের মাধ্যমে এই পদায়ন করেছেন। এর পরই তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়। গতকাল তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।   </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729602293-6f1fc84f44dbbfeb47006a3e7d97c072.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হজ প্যাকেজ ঘোষণা ৩০ অক্টোবর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/22/1437968" target="_blank"> </a></div> </div> <p>এদিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার। তিনি সাবেক মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট ভাই। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন। প্রবাসীদের পাসপোর্ট প্রদান সংক্রান্ত কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে কয়েক মাস আগে পিএসসিতে বদলি করে হাসিনা সরকারের প্রশাসন।</p>