<p>প্রাণ-আরএফএলের গুলশান-১, ২, বনানী ও মহাখালী এলাকার বিক্রয় প্রতিনিধি (এসআর) জসিম উদ্দীন হাওলাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত সোমবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। তার কর্মস্থল, গোডাউনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না। </p> <p>মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে বনানী থানায় তার নিখোঁজের বিষয় নিয়ে জসিম উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। যার নম্বর ১৫২৬। <br />  <br /> জিডিতে জান্নাতুল ফেরদৌস উল্লেখ করেন, সোমবার আনুমানিক বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে তার স্বামী নিখোঁজ হন।</p> <p>জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমার স্বামী জসিম উদ্দীন প্রাণ-আরএফএলে এসআর হিসেবে কাজ করতেন। সোমবার দুপুরে খাবারের সময় তিনি জানান, যে গুলশান-২ নং এলাকায় রয়েছেন। বিকেল ৩টার দিকে বাসায় গিয়ে ১০ মিনিটের মতো ছিলেন। এরপর তাড়াহুড়া করে বের হয়ে গোডাউনে যান। সাড়ে ৪টা পর্যন্ত তিনি সেখানে ছিলেন। মাগরিব নামাজের কিছু সময় আগে গোডাউন থেকে বের হয়ে যান। এরপর রাত ৮টার দিলে ফোন বন্ধ পাই। এর পর থেকে অনলাইনে বা অফলাইনে কোথাও পাচ্ছি না।’</p> <p>জান্নাতুল ফেরদৌস জানান, এর আগে কখনোই এমন হয়নি। সব সময় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাসায় ফিরতেন। নিখোঁজ জসিম উদ্দীনের স্ত্রী ও স্বজনরা কুর্মিটোলা হাসপাতালসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।</p> <p>জিডির বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুম্মান খান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা জসিম উদ্দীনের সর্বশেষ ফোন কলের তালিকা ধরে তদন্ত করছি। এখনো তার খোঁজ পাইনি।’</p>