<p>মঙ্গলবার রাত ১০টা। চাঁদপুর শহরের বিপনীবাগ কাঁচাবাজার। কিছুটা কমেছে ক্রেতাদের ভিড় ঠিকই। তখনো দরদাম করছেন কেউ কেউ। তার ভেতর ক্রেতা বেশে সেখানে জেলা প্রশাসক। সঙ্গে আরো দুজন। বিক্রেতা তখনো টের পাননি। এভাবেই বাজার তদারকি করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। আর তার সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও নেজারত ডেপুটি কালেক্টরেট আসাদুজ্জামান সরকার।</p> <p>জেলা প্রশাসক জানান, মূলত কাঁচা শাকসবজি, মাছ, মাংস ইত্যাদির দরদাম যাচাই-বাছাই করতেই রাতে বাজার পরিদর্শন। </p> <p>এদিকে, চাঁদপুরে দ্রব্যমূল্য স্থিতিশীল এবং কম মুনাফায় বিক্রি হচ্ছে কি না, তার তদারকি জোরদার করা হয়েছে। এই জন্য বিভিন্ন বাজার ও হাটে ক্রেতা-বিক্রেতার মধ্যে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তদারকি শুরু করছেন, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারই অংশ হিসেবে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দোকানে বিক্রি করা পণ্যের মূল্য তালিকা না থাকা ও অস্বাভাবিকভাবে বাড়তি মূল্য দাবি করায় ৩ ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমরান হোসেন খান। পরে তিনি বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, কোনো অবস্থায় ক্রেতাদের সঙ্গে প্রতারণা কিংবা অতিরিক্ত মুনাফায় পণ্য বিক্রি করা যাবে না। যদি কেউ তা করেন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। </p> <p>অন্যদিকে, এর আগে দুপুরে চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। </p> <p>মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন। এসময় তিনি বলেন, সবার সহযোগিতা না পেলে সরকারের একার পক্ষে বাজারদর নিয়ন্ত্রণ করা অসম্ভব। </p> <p>এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ, পৌরসভার প্রশাসক জাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার হোসেন পাটোয়ারী, সংগঠক ফরিদ আহমেদ রিপন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হানিফ সরকার, সাবেক মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ। </p> <p>সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।</p>