<p>গুণী অভিনেত্রী ফারজানা ছবি। নিয়মিত টেলিভিশন নাটকে অভিনয় করছেন। চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। এবার করলেন ভিন্ন ধরণের একটি কাজ। খবর পড়লেন তিনি। তবে টেলিভিশনে নয়, তিনি খবর পড়লেন বাংলাদেশ বেতারে। আলাপের শুরুতেই তিনি জানান, বাংলাদেশ বেতারের সঙ্গে তার সম্পর্কটা নতুন নয়। সময়-সুযোগ পেলেই তিনি বেতারের নাটকে অভিনয় করেন। এ ছাড়া গত বছর থেকে মাঝেমধ্যে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করেছেন। এবারই পড়লেন সংবাদ। গত শনিবার প্রথমবার বেতারে সংবাদ পড়েন তিনি।</p> <p>এ প্রসঙ্গে কালের কন্ঠকে এই অভিনেত্রী বলেন, ‘আমি এই কাজটা করতে গিয়ে উপভোগ করেছি। এ কারণেই করা। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মধ্যে অনুষ্ঠান ঘোষক হিসেবে কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। ছোটবেলা থেকেই উচ্চারণে খুব ভালো ছিলাম। এটি বেতারে এখন কাজে লাগছে।’</p> <p>তবে কখনো টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে দেখা যাবে না ছবিকে। তিনি বলেন, ‘আমি টেলিভিশনে একজন অভিনয়শিল্পী হিসেবে সবার কাছে প্রিয় হয়ে থাকতে চাই। সেখানে অন্য কোনো পরিচয় হোক এটা চাই না। কারণ আমার মূল পেশা কিন্তু অভিনয়।’</p> <p>তবে ছবির সব ধরণের কাজের পেছনে অনুপ্রেরণার মতো সংবাদ পাঠিকা হওয়ার পেছনে অনুপ্রেরণা দিয়েছেন তার স্বামী তন্ময় সরকার। সংবাদ পাঠের দিন তিনিও সেখানে ‍উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বলেন, ‘আমার সুখে দুঃখে ও সকল কাজে সবসময় বড় ভূমিকা রাখে তন্ময়। নিজে একটি কলেজের সহযোগী অধ্যাপক, এই কাজের ফাঁকে আমাকে অনেক সময় দেয়। তাই খবর পাঠের মাঝে চোখ ফেরাতেই স্টুডিওতে বসা তন্ময়ের প্রশান্ত মুখটা আমাকে দিচ্ছিল প্রশান্তি। আমার জীবনের যাত্রাপথকে যারা প্রতিমুহূর্তে উপভোগ্য করে তুলেছেন তাদের সবার কাছে আমি ঋণী।’</p> <p>প্রসঙ্গত, গত জুলাইতে সংবাদ পাঠক হিসেবে বেতারে তালিকাভুক্ত হন ফারজানা ছবি। তবে দেশের বাইরে থাকায় কাজে যোগদান করতে পারেননি। শুক্রবার (১৮ অক্টোবর) থেকে শুরু হলো তাঁর এই নতুন যাত্রা।</p> <p> </p>