<p>শুভেচ্ছা, ফুল ও কেকের উৎসবে চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ডেইলি সান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে দেশি-বিদেশি বিশিষ্টজন, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও পাঠকরা বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী জমকালো অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ডেইলি সান সত্য ও নিরপেক্ষতার পথে আরো দৃঢ়ভাবে এগিয়ে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।</p> <p>অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। তিনি ডেইলি সানের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নতুন বাংলাদেশে সংস্কারের এই সময়ে আমাদেরও পরিবর্তিত হতে হবে। ডিজিটাল প্ল্যাটফরমে আরো সক্রিয় হয়ে সঠিক সময়ে সংবাদ পৌঁছানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি।’<br />  <br /> তিনি আরো জানান, শিগগিরই বিভিন্ন ভাষায় সংবাদ পরিবেশন শুরু করতে যাচ্ছে ডেইলি সান, যাতে পাঠকদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হয়। এ উদ্যোগে সহযোগিতা পেতে তিনি বিদেশি কূটনীতিকদের সহায়তা কামনা করেন।  </p> <p>অনুষ্ঠানে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাকোডি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ডেইলি সান দায়িত্বশীল ও নির্ভরযোগ্য সাংবাদিকতার জন্য প্রশংসার যোগ্য।’</p> <p>ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো ল অউসান জুনিয়র বলেন, ‘টানা ১৪ বছর একটি পত্রিকা সফলভাবে পরিচালিত করা একটি বড় অর্জন।’</p> <p>আলজেরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স বাসমা বেন্টালেব ডেইলি সানের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘গণমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর ডেইলি সান তার দায়িত্ব অত্যন্ত ভালোভাবে পালন করে চলেছে।’</p> <p>এ ছাড়া ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, মরক্কোর ডেপুটি অ্যাম্বাসাডর বউচাইব এজ জাহিরি এবং নেপালের ডেপুটি অ্যাম্বাসাডর ললিতা সিলওয়াল সংক্ষিপ্ত বক্তব্যে ডেইলি সানকে শুভেচ্ছা জানান।  </p> <p>অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিরাও ডেইলি সানের সাংবাদিকতার প্রশংসা করেন। ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লোটাস তার বক্তব্যে বলেন, ‘আমরা সব সময় সত্য আর ন্যায়ের পথে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করেছি। ভবিষ্যতে আমরা বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে আরো শক্তিশালী ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করব।’</p> <p>অনুষ্ঠানের শেষে অতিথিরা কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, বাংলা নিউজ২৪-এর সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সান ও টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম প্রমুখ।</p> <p>২০১০ সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করা ডেইলি সান শুরু থেকেই সত্য ও নিরপেক্ষতার অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।</p>