<p>খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আত্মগোপনে থাকা কাউন্সিলরদের পক্ষে মানববন্ধন করতে আসা লোকদের ধাওয়া দিয়েছে স্থানীয় জনগণ। মঙ্গলবার (১৫ অক্টোবর) নগর ভবনের সামনে কয়েকজন নারী-পুরুষ ‘নাগরিক সেবা বঞ্চিত হয়ে কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে’ মানববন্ধন করতে এলে এ ঘটনা ঘটে।</p> <p>জানা যায়, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান মেয়রসহ খুলনা সিটি করপোরেশনের অধিকাংশ কাউন্সিলর। এরপর গত ২৬ সেপ্টেম্বর কাউন্সিলরদের পদ বিলুপ্ত ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে ২ অক্টোবর ৩১টি ওয়ার্ডের কাউন্সিলরদের স্থলে কেসিসির ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। সেই কর্মকর্তারা নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যু সনদসহ প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখেন। কিন্তু কর্মকর্তারা নাগরিক চাহিদা পূরণ করতে পারেন না, এই অভিযোগে মঙ্গলবার মানববন্ধন করতে আসেন কিছু মানুষ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুলনার আবাসিক এলাকার ১৩টি ভবন ভেঙে হচ্ছে বঙ্গবন্ধু নভো থিয়েটার!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728098942-52b45ac9d4a109862708956c92d21ad9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুলনার আবাসিক এলাকার ১৩টি ভবন ভেঙে হচ্ছে বঙ্গবন্ধু নভো থিয়েটার!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/05/1431991" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগ উঠেছে, এই মানববন্ধনের পেছনে হাত রয়েছে প্যানেল মেয়র-৩ অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনুসহ সাবেক কিছু কাউন্সিলরের। এ সময় কয়েকজন কাউন্সিলরকে মানববন্ধনে সমন্বয় করতেও দেখা যায়। তারা কিছু নারী-পুরুষকে একত্রিত করে নগরভবনের সামনে মানববন্ধনের মাধ্যমে সহানুভূতি আদায়ের চেষ্টা করছিলেন। কিন্তু কিছু মানুষ তাদের ধাওয়া দিলে তারা যে যার মতো পালিয়ে যেতে বাধ্য হন।</p> <p>প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেসিসির সামনে জড়ো হওয়া নারী-পুরুষদের একত্রিত করে মানববন্ধনের প্রস্তুতি নিতে সহযোগিতা করেন ওই প্যানেল মেয়র। এর কিছুক্ষণ পরই প্রধান প্রকৌশলীর কক্ষে প্রবেশ করতে দেখা যায় ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নাকে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুলনার শ্রম পরিচালককে অপসারণের দাবিতে শ্রম দপ্তর ঘেরাও" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/08/1728387712-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুলনার শ্রম পরিচালককে অপসারণের দাবিতে শ্রম দপ্তর ঘেরাও</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/08/1433142" target="_blank"> </a></div> </div> <p>মানববন্ধনে জড়িত থাকার বিষয়ে ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজুল হাসান রাজুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি ওসব ফাও কাজের মধ্যে নেই।’</p> <p>কারা করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আছে কিছু কাউন্সিলর।’ ২৫ নম্বর ওয়ার্ডের আলী আকবর টিপু অথবা ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স এগুলো জানেন বলেও জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুলনার প্রবাসী বেলালের ফরিয়াদ : ওরা আমার সব কেড়ে নিয়েছে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728618614-4a1d1f3f2aedfec7f912897bc0509e73.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুলনার প্রবাসী বেলালের ফরিয়াদ : ওরা আমার সব কেড়ে নিয়েছে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434027" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে জানতে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন ও কেসিসির ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুর মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।</p>