<p>অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে মোল্লার চর সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদের কে আটক করা হয়। বিজিবির নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে চাঁন মিয়া (৫৮), সন্ন্যাসী গ্রামের মৃত হাশেম মল্লিকের ছেলে জামাল মল্লিক (৬০), হুগতপাতি গ্রামের বারেক সিকদারের ছেলে জাকারিয়া শিকদার (১৮), পলিটিক্স গ্রামের আব্দুর রশিদের ছেলে রেজাউল শিকদার (২০), গাবতলা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩), শরনখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (৩২), কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী গ্রামের সোবহান হোসেনের ছেলে ফরহাদ (৩৫), খাটিয়ামারী গ্রামের মৃত আলহাজ নঈম উদ্দিনের ছেলে জাকিরুল হক (৪৫)। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1729004724-ab404465ad7ff31e39a252d03aaa030a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435469" target="_blank"> </a></div> </div> <p>বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে কাজের সন্ধানে তারা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিক ও টোকাইয়ের কাজ করতেন।  </p> <p>মোল্লারচর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ভোররাতে টহলরত অবস্থায় ভারত থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পারি তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এ ঘটনার পর সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে।  </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধর যাবজ্জীবন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1729002005-3665ec790f77d363e0d460c02cc3d68f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধর যাবজ্জীবন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/15/1435461" target="_blank"> </a></div> </div> <p>রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘বিজিবি কর্তৃক সীমান্তে ৮ জন বাংলাদেশিকে আটকের বিষয়ে বিজিবি আমাদের এখনো জানায়নি, তবে আমরা আটকের বিষয়টি শুনেছি।’</p>