<p>কুড়িগ্রামের চিলমারীতে হঠাৎ বেওয়া‌রিশ কুকু‌রের উৎপাত বে‌ড়ে গে‌ছে। গত দুই দি‌নে এসব কুক‌ু‌রের আক্রম‌ণে অন্তত ১৫ জন আহত হ‌য়ে‌ছেন ব‌লে জানিয়েছেন এলাকাবাসী। আক‌স্মিকভা‌বে কুকু‌রের উৎপাত বে‌ড়ে যাওয়ায় বি‌ভিন্ন এলাকার মানু‌ষের মা‌ঝে আতঙ্ক বিরাজ কর‌ছে। এসব কুকুরের হাত থে‌কে রেহাই পা‌চ্ছে না বি‌ভিন্ন বয়সী মানুষসহ পথচারীরা। এদিকে চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌্যাক‌সিন না থাকায় বিপাকে পড়েছেন আহতরা।</p> <p>হাসপাতাল থে‌কে প্রাপ্ত তথ‌্য অনুযায়ী বেওয়া‌রিশ কুকু‌রের আক্রম‌ণের শিকার হ‌য়ে‌ছেন বিজু মিয়া (১২), মাহমুদা খাতুন (৩৫), সামিউল ইসলাম (১০), সজিব রানা (২৪), সায়মা খাতুন (১০), আলামিন হো‌সেন (৯), তানজিরুল ইসলাম (১৮), মঞ্জুরুল ইসলাম (২০), রাসেল মিয়া (২৫), আশিক মিয়া (২৪), হোসাইন মিয়া (২১), রহিমা ‌বেগম (৩০), সিফাত ইসলাম (২), আফরিনা খাতুন (৫), সাজিদ ইসলাম (৮)। তারা চিলমারীর বি‌ভিন্ন এলাকার বা‌সিন্দা। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও সূত্রটি জা‌নি‌য়ে‌ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মসজিদের পাশেই ছিল মদের দোকান, সেনাবাহিনীর অভিযানে আটক ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728976185-1c7e89c3694f352a9c98241cec343367.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মসজিদের পাশেই ছিল মদের দোকান, সেনাবাহিনীর অভিযানে আটক ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435341" target="_blank"> </a></div> </div> <p>কুকু‌রের কাম‌ড়ে আক্রান্ত হোসাইন মিয়া ও আলা‌মিন হো‌সেন জানান, বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে রাস্তায় হাঁটার সময় আক‌স্মিকভা‌বে দলবদ্ধ ক‌য়েক‌টি কুকুর ধাওয়া ক‌রে। আমরা দৌড় দি‌লে এক‌টি কুকুর আক্রমণ ক‌রে। প‌রে হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে এলে ভ‌্যাক‌সিন না পাওয়ায় বা‌ইরে থে‌কে ওষুধ কিন‌তে হ‌য়।</p> <p>ত‌বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, গত দুই দি‌নে প্রায় ১৫ জন কু‌ড়ের আক্রম‌ণের শিকার হ‌য়ে‌ছেন। হাসপাতা‌লে ভ‌্যাক‌সিন না থাকায় তা‌দের‌ প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। ভ‌্যাক‌সি‌নের চা‌হিদা দেওয়া হ‌য়ে‌ছে, আজ মঙ্গলবার ভ‌্যাক‌সিন পাওয়া যা‌বে।</p>