<p>রাজধানীর ২০টি স্থানে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। সুলভ মূল্যের এ কার্যক্রম আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।</p> <p>আজ বুধবার রাজধানীর আবদুল গণি রোডস্থ খাদ্য ভবনের সামনে এ কর্মসূচি উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তা উদ্বোধন করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও বাণিজ্য সচিব মোহা. সেলিম উদ্দিন। </p> <p>জানা যায়, এই কর্মসূচির আওতায় জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেপে ২০ টাকা এবং পাঁচ কেজি বিভিন্ন ধরণের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে। কৃষি বিপণন অধিদপ্তর এসব পণ্য বিক্রির এই উদ্যোগ গ্রহণ করে। সরাসরি কৃষকের কাছ থেকে কিনে রাজধানীর নির্দিষ্ট স্থানগুলোতে সুলভ মূল্যে সবজিগুলো বিক্রি করা হবে।</p>