<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বকাপ বাছাইয়ে উড়তে থাকা আর্জেন্টিনার হঠাৎই ছন্দপতন হয়েছে। কলম্বিয়ার কাছে হারের পর ভেনিজুয়েলার সঙ্গে ড্র করে ধাক্কা খেয়েছে লিওনেল স্কালোনির দল। বলিভিয়ার বিপক্ষে এখন ছন্দে ফেরার পথ খুঁজছে বিশ্ব চ্যাম্পিয়নরা আগামীকাল ভোর ৬টায় ঘরের মাঠে খেলতে নামবেন মেসিরা। এর ঠিক ৪৫ মিনিট পরই জয়ের ধারায় থাকতে মাঠে নামছে ব্রাজিলও। ঘরের মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পেরু।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চার দিন আগে ভেনিজুয়েলার জলাবদ্ধ মাঠে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। টানা দুটি পাসও ঠিকমতো দিতে পারেননি মেসিরা। এর সঙ্গে পয়েন্ট হারানোর হতাশা তো ছিলই। আর্জেন্টিনার সামনে এখন তাই চ্যালেঞ্জ জয়ে ফেরার। আক্রমণভাগের খেলোয়াড় লাউতারো মার্তিনেসও সেটাই মনে করিয়ে দিয়েছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ছন্দে ফিরতে হবে। ম্যাচ কঠিন হবে সেটা মানছি; কিন্তু আমরা জেতার জন্যই খেলব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ম্যাচে আর্জেন্টিনা দলে আসতে পারে একাধিক পরিবর্তন। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির জায়গায় শুরু করতে পারেন লিসান্দ্রো মার্তিনেস। চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা উজ্জ্বল মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের। সে ক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে জিওভানি লো সেলসোর। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে শুরু করবেন লাউতারো মার্তিনেস। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ব্রাজিলের সামনে চ্যালেঞ্জ জয়ের ধারাবাহিকতা রাখার। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে স্বস্তি ফেরে ব্রাজিলশিবিরে। পেরু তাদের সবশেষ ম্যাচে উরুগুয়েকে হারিয়ে চমক দেখিয়েছে। দোরিভাল জুনিয়রের দলকে তাই এ ম্যাচে কঠিন পরীক্ষাই দিতে হতে পারে। কলম্বিয়া ম্যাচে জয়ের নায়ক লুইস হেনরিকেকে শুরুর একাদশে রাখার নিশ্চয়তা দিয়েছেন সেলেসাওদের কোচ। রদ্রিগো এবং ইগর জেসুসের সঙ্গে এই তরুণের রসায়ন কেমন জমে, যেটাই এখন দেখার। রক্ষণভাগের খেলোয়াড় মার্কিনিওস আরো উন্নতির তাগিদ দিয়েছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সব সময় জিততে চাই। এটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে। আমাদের আরো উন্নতির জায়গা রয়েছে। সেসব নিয়ে কাজ করতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ৯ ম্যাচে ১৩ পয়েন্ট টেবিলের চারে ব্রাজিল। রয়টার্স</span></span></span></span></p>