<p>গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ নেতা রজব আলী ও তার ভাই সাবেক কাউন্সিলর সাদেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নয়নকে হত্যাচেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। </p> <p>মঙ্গলবার (১৫ অক্টোবর) টঙ্গী পূর্ব থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। রজব আলী অবিভক্ত টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার ভাই সাদেক আলী গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীস্থ ৪৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছেলেকে হারিয়ে একেকটি দিন যেন একেকটি বছর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728996216-3fb5ed13afe8714a7e5d13ee506003dd.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছেলেকে হারিয়ে একেকটি দিন যেন একেকটি বছর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435431" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সাবেক কাউন্সিলর সাদেক আলীর বিরুদ্ধে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের টিঅ্যান্ডটি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনকারীরা অভিযোগ করেন, কয়েক বছর আগে টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকার একটি শাখা সড়ক ও স্থানীয় বাসিন্দা মতিউর রহমানের সাড়ে বারো শতাংশ জমি দখল করে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় ও স্টার একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন ভবন নির্মাণ করেন সাদেক আলী। এ ঘটনার জেরে মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় টিঅ্যান্ডটি বাজার এলাকা থেকে আওয়ামী লীগ নেতা রজব আলীকে এবং নিজ বাসা থেকে তার ভাই সাদেক আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে থানায় রুজু হওয়া পুরনো একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।</p> <p>টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে দুইজনকে থানায় রুজু হওয়া একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এইচএসসিতে ‘এ গ্রেড’ পেলেন আন্দোলনে নিহত সবুজ মিয়া" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728995888-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এইচএসসিতে ‘এ গ্রেড’ পেলেন আন্দোলনে নিহত সবুজ মিয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435427" target="_blank"> </a></div> </div> <p>প্রসঙ্গত কোটাবিরোধী আন্দোলনে গুলি ছুড়ে ও পিটিয়ে নয়ন হোসেন (১৮) নামের এক যুবককে গুরুতর আহত করার অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর-২ আসনের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের চাচা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতিসহ ১৭৯ জনের বিরুদ্ধে গত ২০ আগস্ট ভুক্তভোগীর বাবা জাকির হোসেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। মামলায় শনাক্ত আসামি ৭৯ জন এবং অজ্ঞাতনামা আসামি ৯০-১০০ জন। তবে শনাক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার দুজনের কারো নাম নেই। এই মামলায় আওয়ামী লীগ নেতা রজব আলী ও তার ভাই সাবেক কাউন্সিলর সাদেক আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।</p>