<p>হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। </p> <p>সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস. রমেশ কুমার ডাগা রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন।   </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওবায়দুল কাদেরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728903288-57407fdc8111949433bae6539573b810.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওবায়দুল কাদেরের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/14/1435055" target="_blank"> </a></div> </div> <p>এ সময় আদালত চত্বরে আওয়ামী লীগের সমর্থকরা সুজনের মুক্তি চেয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু <br /> স্লোগান দিলে তাদের ধাওয়া করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও সাবেক এমপি সুজনকে পুলিশভ্যানে তোলার সময় বিএনপির সমর্থকরা তার ওপর ডিম নিক্ষেপ করে। </p> <p>আসামি পক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান জানান, জিআর ৩৮৮/২৪ মামলায় সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ। আদালত তা নামঞ্জুর করছেন। এছাড়াও তার জামিনও মঞ্জুর করেননি আদালত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জটিলতা কাটিয়ে শুরুর পথে ‘হেরা ফেরি ৩’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728902978-ac6351abf35222b5744c95ba98a40cad.png" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জটিলতা কাটিয়ে শুরুর পথে ‘হেরা ফেরি ৩’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/14/1435051" target="_blank"> </a></div> </div> <p>গত ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে পৌর কাউন্সিলরের বাড়িতে অগ্নিসংযোগের সময় তিনজন মারা যায় এ ঘটনায় পরে এক ব্যক্তি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এই হত্য মামলায় হাজিরা দিতে আসলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের বিচারক রমেশ কুমার ডাগা জামিন ও রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।</p>