<p>নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে মনির মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার চানপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।</p> <p>ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চানপুর ইউনিয়ন পরিষদ ২ নম্বর ওয়ার্ড সদস্য আলমাছ খন্দকার। নিহত মনির ওই ইউনিয়নের মাঝেরচর এলাকার ইসমাইল মিয়ার ছেলে।</p> <p>নিহতের স্বজন মোস্তফা কামলা বলেন, বিকেলে একটি নৌকা নিয়ে মনিরসহ তিন মৎস্য শিকারি মেঘনা নদীতে যায়। ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায় মনির। এ সময় দুই মৎস্য শিকারি তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করে।</p> <p>স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরা ঝুঁকিপূর্ণ। এ কারণে ঘটছে প্রাণহানি। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে জানান তারা।</p>