<p>সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহেছান উল্লাহ। তিনি চলমান দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং পূজা মণ্ডপে হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন বলে দাবি যৌথ বাহিনীর। </p> <p>সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। </p> <p>সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকাবাসী ও পুলিশের তথ্য মতে, সাবেক কাউন্সিলর এহেছান উল্লাহর নামে অস্ত্র, সন্ত্রাসি, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, ভূমিদখলসহ ১০টি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে। গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের সাথে জড়িত ছিলেন এহেছান উল্লাহ।</p>